নকআউট পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আয়োজক দেশ আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলও।

টুর্নামেন্টের শেষ আটের ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইসরায়েলি যুবারা। যেকোনো পর্যায়ের ফুটবলে এটি তাদের সেরা জয়। সেমিফাইনালে তারা উরুগুয়ে বা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

আর্জেন্টিনার সান হুয়ানে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। চার মিনিট বাদেই আনান খালাইলির গোলে সমতা ফেরায় ইসরায়েল।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন মাথিয়াস নাসিমেন্তো। সেলেকাওরা ততক্ষণে সেমিফাইনালের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কিন্তু সেই খুশিও ধরে রাখতে পারেনি ব্রাজিল। যোগ করা সময়ের খেলা থাকতেই ফের সমতা আনেন হামজা শিবলি। 

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্রাজিলের রক্ষণভাগকে নাচিয়ে ইসরাইলকে এগিয়ে দেন ডাভিড তুর্গেমান। এই গোলেই শেষ পর্যন্ত তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়। প্রথমবার ফিফার মঞ্চে এমন বড় কোন ম্যাচ খেলবে তারা।

/টিআই/