- বিনোদন
- হঠাৎ ‘কেরালা স্টোরি’র টিকিটের দাম কমলো কেন?
হঠাৎ ‘কেরালা স্টোরি’র টিকিটের দাম কমলো কেন?

‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের পোস্টার। ছবি: সংগৃহীত
ভারতে বছরের অন্যতম সফল ও বিতর্কিত সিনেমার নাম ‘দ্য কেরালা স্টোরি’। তুমুল বিতর্কের মধ্যে ৫ মে মুক্তি পায় বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই সিনেমা। ইতোমধ্যে বক্স অফিসে ২৩৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। এবার হঠাৎ এক ধাক্কায় দাম কমলো সেই ছবির টিকিটের।
সোমবার থেকে মাত্র ৯৯ টাকার টিকিট কাটলেই প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির এক মাস পর এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে কেরালা স্টোরি। ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহে আরও দর্শক টানতেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।
বিতর্কিত এই ছবি ও তার ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে একাধিক বার বিভিন্ন মতামত প্রকাশ করেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেতা নাসিরউদ্দিন শাহ, নওয়াজ উদ্দিন সিদ্দিকি থেকে শুরু করে দক্ষিণী তারকা কমল হাসনের মতো ব্যক্তিত্ব। তবে তাতে থেমে থাকেনি ছবির বাণিজ্যিক সাফল্য।
/এইচকে/
মন্তব্য করুন