- বিনোদন
- বীমাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ১ যুবককে গ্রেপ্তার করল র্যাব
বীমাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ১ যুবককে গ্রেপ্তার করল র্যাব

অভিযুক্ত মো. আরিফ
চট্টগ্রামে এক বীমাকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে নগরের কোতোয়ালী থানার আসকারদিঘীর দক্ষিণপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আরিফ (২৫) আনোয়ারা থানার গুনদ্বীপ গ্রামের মো. জাফরের ছেলে।
র্যাব জানায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার বীমাকর্মীর বাড়ি কক্সবাজার জেলায়। কর্মস্থল চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় থাকেন তিনি। গত ২৪ মে রাতে মোহছেন আউলিয়ার মাজার জিয়ারতের জন্য বাসা থেকে বের হন। আনোয়ারা থানার বারশত এলাকা থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশা চালক মো. নঈম কিছুদূর যাওয়ার পর আসামি আরিফ, ফরহাদ ও রাজুকে অটোরিকশায় তুলে নেয়। পরবর্তীতে চারজন মিলে ওই বীমাকর্মীকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। গত ২৭ মে ওই নারী চারজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ‘মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। এর মধ্যে আসামি মো. আরিফের অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মন্তব্য করুন