লিওনেল মেসির ফুটবলের নাড়ি পোতা বার্সেলোনায়। ওই নাড়ির টান ছিন্ন করে পিএসজি যোগ দিয়েছিলেন লিও। ইচ্ছের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। বার্সার আর্থিক অনটনের কারণে ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। 

এরপর পিএসজি থাকাকালীন বিশ্বকাপ জয় ছাড়া জীবনে ভালো কোন মুহূর্ত আসেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাওয়া মেসি। 

মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়ে সংবাদ মাধ্যমকে মেসি বলেছেন, ‘দুই বছর এমন একটা জায়গায় ছিলাম, পারিবারিক বিবেচেনায় সময়টা আমি উপভোগ করিনি। ভালো সময়ও গেছে। আমি বিশ্বকাপ জিতেছে। কিন্তু ওই সময়টা বাদ দিয়ে, সেখানে আমার জন্য সময়টা কঠিন ছিল।’

বার্সেলোনায় তিনি সময়টা উপভোগ করেছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে আবার ফুটবলের সঙ্গে সংসার জীবন উপভোগ করতে চান বলেও উল্লেখ করেছেন মেসি, ‘আমি নতুন করে জীবন উপভোগের বিষয়টি আবিষ্কার করতে চাই। পরিবার, সন্তানদের নিয়ে প্রতিটা দিন উপভোগ করতে চাই। বার্সায় না যাওয়ার ক্ষেত্রে এটা বড় ভূমিকা রেখেছে।’

সৌদির আকর্ষণীয় চুক্তির প্রস্তাব প্রত্যাখান করে মেসির মিয়ামিতে যাওয়ার কারণ তিনি সেখানে সেটেল হতে যান। যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান। তার সঙ্গে চুক্তির শর্তে মিয়ামির অংশীদার হওয়ার সুযোগ আছে। এছাড়া আলোর বাইরে থাকতে চান তিনি, ‘এমন একটা জায়গা চেয়েছি, যেখানে আমি কিছুটা আলোর বাইরে থাকবো, পরিবারকে একটু বেশি সময় দেব।’