- বিনোদন
- দেখাটা কাকতালীয়, কেউ বলছেন ছুটির দিনের সেরা ছবি!
দেখাটা কাকতালীয়, কেউ বলছেন ছুটির দিনের সেরা ছবি!

নিশো,চঞ্চল ও মোশাররফ করিম
ঈদের আগের এই সময়টায় অভিনয় শিল্পীদের রাতদিন সময় দিতে হয় শুটিংয়ে। তাদের নিয়ে নির্মিত হয় নানা ধরণের গল্পের নাটক, সিরিজ ও সিনেমা। যা ঈদের প্রচার হয়। দর্শকরা তা দেখে বিনোদিত হোন, ঈদের আনন্দ বেড়ে যায়। ঈদের আগের এই শুক্রবারগুলো ছুটির দিন হলেও ছুটি থাকেনা অভিনয় শিল্পীদের।
এমন শুক্রবারেই একসঙ্গে হলেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো। তাদের এই একসঙ্গে হওয়াটা কাকতালীয়ই বটে। হুটহাট দেখা হলেও তারা একে অপরকে সময় দিলেন। বৃষ্টিস্নাত দিনে গল্পে মাতলেন। চঞ্চল চৌধুরী নিজের মুঠো ফোনে ছবিও তুললেন। সেই ছবি আবারপোস্ট করলেন তার ফেসবুক অ্যাকাউন্টে। তাতেই প্রশংসায় ভেসে গেল তিন শীর্ষ অভিনেতার এই ফ্রেম।
ছবিটি পোস্টের তিন ঘণ্টায় ঘণ্টায় চঞ্চলের ফেসবুক পেজে ৫৩ হাজার এবং প্রোফাইলে ৩৪ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে ৷ মন্তব্যের সংখ্যাও হাজার হাজার। চঞ্চলের অ্যাকাউন্ট থেকে ছবিটি নিয়ে শেয়ার করেছে অসংখ্য মানুষ। গ্রুপে গ্রুপে ভক্তরা মনের মাধুরী মিশিয়ে ক্যাপশন লিখে শেয়ার করছেন। শুক্রবার তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার উৎস হয়ে উঠল ফ্রেমবন্দি নিশু-চঞ্চল-মোশাররফ।
চঞ্চলের পোস্ট করা ওই ছবির কমেন্টবক্সে তারকারও এসে তাদের মন্তব্য জানিয়ে যাচ্ছেন। চোখ এড়ায়নি কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীরও। তিনি তিনটি হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করলেন ‘আপনাদের জয় হোক।’
চঞ্চল চৌধুরীর খুব কাছের বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি এসে লেখেন,‘ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক/কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি এক জায়গায়! বাপ রে বাপ?! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে!’
এরপর এই অভিনেত্রী আরও বলেন, ‘ফান করা শেষ!! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।’
চঞ্চল-মোশাররফ-নিশোর এই ছবি দেখে আরও অনেক শিল্পী মুগ্ধতার কথা জানিয়েছেন।
অনেকে আবার মন্তব্য করছেন ছুটির দিনের সেরা ছবি এটি।
মন্তব্য করুন