কখনও ভালোবাসার দ্রোহ, কখনও আবার বঞ্চনার গল্প- এমন সব ট্যাগ লাইন দিয়ে একের পর এক ‘প্রহেলিকা’ সিনেমার ক্যারেক্টার লুক প্রকাশ করা হচ্ছে। শুক্রবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির বুবলীর ক্যারেক্টার লুক। সিনেমাটিতে অর্পা চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

ক্যারেক্টার লুক পোস্টারে দেখা গেল খাঁচা ন্দি অর্পা চরিত্রের বুবলীকে। পরনে লাল রঙের স্লিভলেস ব্লাউজ আর সাদা শাড়ি। চোখে মুখে মুচকি হাসির আভা। পোস্টারের ট্যাগ লাইন  লেখা ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’।  যদিও বুবলীর চোখে মুখে বঞ্চনার কোনো বালাই ছিল না!

‘প্রহেলিকা’তে অর্পা চরিত্রই প্রধান নারী চরিত্র।  চরিত্রটি নিয়ে বুবলী বললেন,  ‘প্রহেলিকার পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতার নাম। আমরা মেয়েরা অনেক বেশি আবেগ প্রবণ , অনেক বেশি ভালোবাসা চাই , ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা, না বলা কথা একসেপ্ট করে তার পাশে থেকে কিভাবে নিজের জীবনটা সুন্দর করা যায় সেসব কিছুই আছে প্রহেলিকার গল্পে। তাই বলবো প্রহেলিকার প্রধান শক্তি গল্প।’

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেছেন, ‘প্রহেলিকা একটি গল্প প্রধান সিনেমা। এই সিনেমা দাঁড়িয়ে আছে কিছু চরিত্রের প্রাপ্তি, অপ্রাপ্তি আর নিয়তির ইচ্ছের ওপর। এক অপূর্ব সুন্দরী অর্পার জীবনের চাওয়া পাওয়ার হিসেব নিকেষের টানাপোড়নে যে রহস্যের ধূমজাল তৈরি হয়েছে তাই ধারণ করেছে প্রহেলিকা।’

রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জামাল হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ।