ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সহশিল্পী রিয়া চৌধুরী। গত শুক্রবার রাজধানীর বাড্ডা থানায় তিনি এই জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, 'হিরো আলম বগুড়া' নামক ফেসবুক পেজ থেকে রিয়া চৌধুরী দেখতে পান হিরো আলমের কথিত সহযোগী রিয়া মনি (২৭) নামধারী একটি মেয়ে তাকে অশ্লীল গালাগাল করছেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে। সামাজিকভাবে রিয়া চৌধুরীর মানহানি ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে। 

বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় আপাতত জিডি করে রাখছেন। পরবর্তীতে বিস্তারিত তথ্য সংগ্রহ করে মামলা করবেন বলে উল্লেখ করা হয় জিডিতে।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ সমকালকে বলেন, জিডি হয়েছে। তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে। 

বাদী রিয়া চৌধুরীর বাসা রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায়। সদ্য মুক্তি পাওয়া হিরো আলমের 'টোকাই' চলচ্চিত্রে হিরো আলমের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রিয়া চৌধুরী। 

/এইচকে/