ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। চলচ্চিত্রের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন তিনি। আলোচনা-সমালোচনার মধ্যেই অভিনেত্রী কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমা অঙ্গনে। নিজের ব্যক্তিগত জীবনের নানান বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি। এর মধ্যেই অভিনেত্রী তার পছন্দের গানের কথা জানালেন।

রোববার দুপুর সোয়া ২টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ক্লিপ শেয়ার করে পরী লেখেন, ‘প্রিয় গানের একটি!’

পরীমণি যে গানটি শেয়ার করেছেন সেটি তারই অভিনীত ‘রক্ত’ ছবির গান ‘জানতে যদি চাও কতটা তোমার’। গানটিতে পরীর সঙ্গে জুটি হিসেবে দেখা গেছে চিত্রনায়ক জিয়াউল রোশানকে।

ডিরেক্টর সুমনের অ্যাকশন ধর্মী সিনেমা রক্ত ২০১৬ সালে মুক্তি পায়। এই ছবির আইএমডিবি রেটেং ছিল ১০ এর মধ্যে ৪.৫। দর্শক মনে সিনেমাটি বেশি একটা জয়গা করতে না পারলেও পরীমণি পছন্দের গানের তালিকায় রেখেছেন এর গানটিকে।