নতুন ব্যান্ড অবশেষ নিয়ে এলো ‘অধরা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২২
দেশের জনপ্রিয় সব ব্যান্ড গান প্রকাশ থেকে অবসর নিয়েছে যেনো। পুরোনো গানেই মঞ্চ মাতিয়ে চলেছে একের পর এক। আসছে না নতুন কোনো গানের দল। নতুন কোনো ব্যান্ড। এই পরিস্থিতিতে জেগে উঠল কয়েকজন তরুণে উদ্যোগে গঠিত গানের দল ‘অবশেষ’। ইতোমধ্যে ভার্চুয়াল জগতে পরিচিতিও পাচ্ছে দলটি। সেই পরিচিতি বাড়াতে এবার প্রকাশ করল নতুন মৌলিক গান। অবশেষের নিজস্ব ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করা হয়েছে।
গানের শিরোনাম ‘অধরা’। গানটির কম্পোজিশন ও সুর ব্যান্ড অবশেষ সদস্যদেরই। লিখেছেন তাসনিয়া সাইকা। মূল ভোকাল জিকরুল হোসেন তোতন ও প্রিয়তি বার্নাডেট রদ্রিগেজ। গানটির প্রডাকশন সহযোগিতায় ছিলেন হাইওয়ে ব্যান্ডের ভোকাল ইথার। সাইকাফ স্টুডিও তে গানটি করা গানটির মিক্সিং এবং মাস্টারিং-এ ছিলেন সাইমন ও সারোয়ার।
ব্যান্ডের প্রথম গান প্রকাশ নিয়ে ব্যান্ডটিরি প্রতিষ্ঠাতা ব্যান্ড লিডার ও ড্রামার রৌদ্র চৌধুরী বলেন " আমরা একেবারে নতুন। আপাত অবশেষের কোনো ফ্যান নেই। তবে যারা অবশেষকে ভালোবাসে, ফলো করে তাদের নিয়েই আমাদের পরিবার। নতুন গান প্রকাশের মাধ্যমে আমাদের স্বপ্ন পুরন হয়েছে অবশ্যই আমরা খুশি।
‘অধরা’ প্রসঙ্গে ব্যান্ডের ফিমেল ভোকালিস্ট প্রিয়তী বার্নাডেট রদ্রিগেজের ভাষ্য, "জীবনের প্রথম সবকিছুই অনেক সুন্দর, আমার কাছে অধরা তাই একটি আবেগ। ছোট বেলা থেকে ভাবতাম একদিন আমার গাওয়া গান মানুষের গলায় শুনবো, অবশেষে এই ভাবনাটা আজ বাস্তব। জীবনে অনেক কিছুই অধরা রয়ে যায়, কত স্বপ্ন , কত ইচ্ছা। আমাদের স্বপ্নকে ধরার একটা সুযোগ দিয়েছে এই অধরা। সামনে আরো ভালো কিছু করার আশা রাখছি।
রদ্রিগেজের কথায় সায় জানিয়ে একই ভাবে মনের ভাব প্রকাশ করলেন যিকরুল হোসাইন তোতন । তিনি এটাকে তাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবেই উল্লেখ করলেন।
তাসনিয়া সাইকা বলছেন, ‘গল্প, উপন্যাস, কবিতা আমাকে ভীষণ টানে। এবং পাশাপাশি লেখালেখি বেশ ভালো লাগে। আমার জড়সড়ো কিছু শব্দ যে কখনো গান হয়ে যেতে পারে এটা আমার জন্য অকল্পনীয় ছিল। নিজের কোন লেখা যদি সুখ ছন্দে প্রাণ পায় ,তবে আমার মনে হয় সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি গুলোর মধ্যে একটা। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে সুখী মানুষ বললেও ভুল হবে না। আমরা অনুভূতি ব্যক্ত করার মতন কোন ভাষা নেই।’