- বিনোদন
- কনসার্টের মাধ্যমে ‘অন্তর্জাল’ এর গান প্রকাশ
কনসার্টের মাধ্যমে ‘অন্তর্জাল’ এর গান প্রকাশ

‘ওয়েলকাম টু অন্তর্জাল’ গানের দৃশ্য
সিনেমায় গান না রাখা হলেও প্রচারের জন্য নতুন করে গান তৈরি করা হচ্ছে। পরিচালকরা যেটিকে ‘প্রমোশনাল সং’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। ২২ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ সিনেমার জন্যও প্রমোশনাল গান তৈরি করা হয়েছে; যে গানে পারফর্ম করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমনসহ প্রায় ৪০ জন পারফরমার।
গানটির শিরোনাম ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। সেই গানই গতকাল মুক্তি পায় বিশাল আয়োজন করে। রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের মাধ্যমে প্রকাশ করা হয় গানটি। যাতে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী সিয়াম, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ কলাকুশলীরা।
রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যৌথভাবে শেখ রাফি মাহমুদ ও শেখ সামি মাহমুদ। গেয়েছেন মাশা ইসলাম। এতে র্যাপ আর্টিস্ট হিসেবে রয়েছেন রাসেল মাহমুদ। কনসার্টে তারাও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সিনেমাটির অন্য গানের শিল্পীরাও। সিনেমার নির্মাতা দীপংকর দীপন বললেন, ‘অন্তর্জাল হচ্ছে তরুণ প্রজন্মের সিনেমা। তাই তরুণ প্রজন্মকে কানেক্ট করতেই কনসার্ট করে গানটি মুক্তি দেওয়া।’ দেশের প্রথম সাইবার থ্রিলার গল্পের সিনেমা ‘অন্তর্জাল’ ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
মন্তব্য করুন