- বিনোদন
- জাকী ভাইয়ের জন্যই আমি অভিনেতা হয়ে উঠি: রাইসুল ইসলাম আসাদ
জাকী ভাইয়ের জন্যই আমি অভিনেতা হয়ে উঠি: রাইসুল ইসলাম আসাদ

কালজয়ী সিনেমা 'ঘুড্ডি' এর নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যু মারা গেছেন। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই পরিচালকের 'ঘুড্ডি' তে অভিনয় করে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাইসুল ইসলাম আসাদ।
মৃত্যুর পর খবর পেয়ে পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বলেন, 'আমি ভাষাহীন, স্তব্ধ, কিছুই বলতে পারছি না। জাকী ভাই নেই এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। যদিও প্রকৃতির নিয়মে সবাইকে চলে যেতে হবে, তারপরও কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, মেনে নেয়ার মতো না। আমিও প্রিয় মানুষটিকে হারিয়ে ভাষাহীন হয়ে গেছি।'
সদ্য প্রয়াত এই নির্মাতাকে নিয়ে স্মৃতিচারণ করে রাইসুল ইসলাম আসাদ বলেন, 'মহান মুক্তিযুদ্ধের সময় তার সাথে ঘনিষ্ঠতা বাড়ে। পরিচয়ও মুক্তিযুদ্ধের সময়টায়। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সাল থেকে আমরা একসাথে, ঢাকা থিয়েটারের হয়ে বছরের পর বছর পার করেছি। ঢাকা থিয়েটার করতে গিয়ে তাকে চিনেছি, বুঝেছি, তার কাছ থেকে শিখেছি।'
'আমার তো অভিনয়ই করার কথা ছিল না। সবকিছু সম্ভব হয়েছে জাকী ভাইয়ের জন্য। তিনি আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন। তার জন্যই আমাকে অভিনয় করতে হয়েছে। সেজন্য মাঝে মাঝে ভাবি, জাকী ভাই না থাকলে আমার হয়ত অভিনয়ই করা হত না,' বলেন আসাদ।
রাইসুল ইসলাম আসাদের মতে তার ক্যারিয়ারের সেরা ছবি হচ্ছে ‘ঘুড্ডি’। তিনি বলেন,'তার অন্যতম সেরা চলচ্চিত্র ঘুড্ডি, যা একটি অনন্য চলচ্চিত্র। ঘুড্ডিতে আমি ও সুবর্ণা মুস্তাফা একসাথে অভিনয় করি। সিনেমাটি সুপার হিট করে। কিন্তু অভিনয় ছাড়াও আমি তার সাথে সহকারি হিসেবে কাজ করেছি অনেকদিন। অভিনয় না করলেও তার সহকারি হিসেবে থাকা হত।'
মন্তব্য করুন