ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

‘থ্রি ইডিয়টস’ অভিনেতা ‘দুবেজি’ মারা গেছেন

‘থ্রি ইডিয়টস’ অভিনেতা ‘দুবেজি’ মারা গেছেন

‘থ্রি ইডিয়টস’ সিনেমার একটি দৃশ্যে অখিল মিশ্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১০

‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা ‘দুবেজি’ অর্থাৎ অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।

অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।

অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবেজি-এর চরিত্রে দেখা গিয়েছিল।

এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।

আরও পড়ুন