ভালো গান গাইতে হবে– ফিরে আসার এটাই ছিল চ্যালেঞ্জ: আরফিন রুমী

কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আরফিন রুমী
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৩৮
কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আরফিন রুমীর গাওয়া দ্বৈত গান ‘ওরে মন’ প্রকাশ হয়েছে সম্প্রতি। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে–
‘ওরে মন’ গানটি নিয়ে শ্রোতা-দর্শকের প্রতিক্রিয়া কী?
বেশ ভালো। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন চার নম্বরে রয়েছে। এতে প্রমাণ হয় শ্রোতারা এটি শুনছেন। এটিই ভালো লাগার বিষয়। অনেকেই বলছেন, কামব্যাক করেছেন, আপনার কাছে আরও ভালো গান শুনতে চাই। আমি মনে করি এ গান শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। মাঝে একসঙ্গে সিনেমায় গান করলেও ১২ বছর পর কোনো পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নিয়ে আমি আর পড়শী শ্রোতা-দর্শকের সামনে হাজির হয়েছি। এটি লিখেছেন অনুরূপ আইচ। সুর ও সংগীত পরিচালনা করেছি আমি।
অনেকেই বলেছেন গানটি পুরোনো ধাঁচের...
শ্রোতারা আমার কণ্ঠে ফিল্মিক টাইপের গানই বেশি শুনতে চান। প্রযোজনা প্রতিষ্ঠানের চাওয়া ছিল এ ধাঁচের গান। একজন মিউজিশিয়ান সব ধাঁচেরই গান করতে পারেন। এটাই স্বাভাবিক। এমন নয় যে, আমি নতুন দিতে পারছি না, তাই পুরোনো ধাঁচেই গান করেছি। আমাদের দেশের শ্রোতারা ইমোশনাল। এটা আমি জানি। এ কারণে আমাকে পুরোনো জনরায়ে থাকতে হয়েছে।
গানটি নিয়ে তো বেশ আগেই পরিকল্পনা করেছিলেন। প্রকাশে এত দেরি হলো কেন?
তাড়াহুড়া করে গান প্রকাশের পক্ষপাতী আমি নই। গানের সুর দুই বছর আগে করেছিলাম। এরপর বেশ কয়েকবার তাতে পরিবর্তন এনেছি। কিছুদিন পর শুনে যখনই মনে হতো, তখনই সংযোজন ও বিয়োজন করেছি। বর্তমানে গানটি যে অবস্থায় আছে, তা একেবারে জুতসই। এ কারণে কিছুদিন আগে এটি প্রকাশের সিদ্ধান্ত নিই।
এই সময়ের ব্যস্ততা কী নিয়ে?
সিডি চয়েজের সঙ্গে বেশ কিছু গান করছি। কয়েক দিন আগে ‘ওমর’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি।
গতকাল ছিল আপনার জন্মদিন। দিনটি কেমন কেটেছে?
চল্লিশে পা দিয়েছি। ভক্তরাই আমার প্রাণ। তাদের সঙ্গে সারা দিনই কোনো না কোনোভাবে কাটাতে চেষ্টা করেছি।
প্রায়ই আপনাকে মাঠে দেখা যায়। কারণ কী?
শিগগিরই শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। এ খেলায় আমি মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের দলের হয়ে খেলছি। প্রায়ই প্র্যাকটিসে যেতে হয়। সবার সঙ্গে শুটিং ছাড়া তো দেখা হয় না। প্র্যাকটিসে সবার সঙ্গে দেখা হচ্ছে। ক্রিকেট থেকে হঠাৎ গানে এসেছি। মাঠে গিয়ে পুরোনো স্মৃতি হাতড়ে বেড়াই।
মাঝে গানে বিরতি নিয়েছিলেন। ফিরে আসা কতটা চ্যালেঞ্জিং ছিল?
ভালো গান গাইতে হবে– ফিরে আসার এটাই ছিল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। ভালো গান দিয়ে কোনো না কোনোভাবে ক্যারিয়ার করা যায়। কিন্তু ভালো মিউজিক করেও টিকে থাকা কঠিন। ভালো মিউজিক করার চেষ্টা করছি।
ব্যস্ত জীবনে অবসর পেলে কী করেন?
সত্যিকার গানের মানুষের কোনো অবসর নেই। গান নিয়েই সারা দিন ব্যস্ত থাকতে হয়। কোনো না কোনো কাজ থাকেই। কাজ না থাকলে নিজেই টিউন নিয়ে বসে পড়ি। কাজের সময়ও কাটে পিয়ানো আর গিটারের সঙ্গে।
- বিষয় :
- আরফিন রুমী