ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

সাক্ষাৎকার

আমার গান আমিই প্রকাশ করতে পারছি না: শাফিন আহমেদ

আমার গান আমিই প্রকাশ করতে পারছি না: শাফিন আহমেদ

শাফিন আহমেদ

রাসেল আজাদ বিদ্যুৎ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৩৭

২৮ সেপ্টেম্বর রাজধানীর বনানীর সেলফিয়াস লাউঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক শাফিন আহমেদের একক সংগীতসন্ধ্যা। যেখানে তিনি শোনাবেন কয়েক দশকের নির্বাচিত বেশকিছু গান। ‘এক্সক্লুসিভ লাইভ অ্যাকোস্টিক শো: অ্যান ইভনিং উইথ শাফিন আহমেদ’ শিরোনামে এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–


গানের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতেই কি সংগীতসন্ধ্যার পরিকল্পনা?

অনেকটা তাই। লাইভ গানের আয়োজনেও যে ভিন্নতা আনা যায়, ‘এক্সক্লুসিভ লাইভ অ্যাকোস্টিক শো: অ্যান ইভনিং উইথ শাফিন আহমেদ’ তার একটি উদাহরণ হতে পারে। বেশ কিছুদিন আগে আয়োজক চিস্তি ইকবাল এমন একটি সংগীতসন্ধ্যা করতে চান বলে জানিয়েছিলেন। অন্যদিকে আমিও চাইছিলাম নিয়মিত শোর বাইরে একটু আলাদা কিছু করতে। কিন্তু চিস্তির আইডিয়া ভালো লাগলেও সময় দিতে পারছিলাম না। অনেক দিন অপেক্ষার পর এই সংগীতসন্ধ্যার জন্য সময় বের করতে পেরেছি।

শুধু কি নিজের গান নাকি আরও কিছু থাকছে আয়োজনে?

সংগীতসন্ধ্যার মূল পর্বে থাকবে নির্বাচিত কয়েক দশকের সাড়া জাগানো বাংলা ও ইংরেজি গান। এ দিন শুধু নিজের গাওয়া নয়, প্রিয় বিভিন্ন শিল্পীর কিছু গানও শোনাব। অল্পসংখ্যক দর্শকের জন্য এই আয়োজন। তাই গানের পাশাপাশি নৈশভোজের ব্যবস্থাও রাখা হয়েছে। সবশেষে থাকছে ডিজে পার্টি। সেখানে থাকবেন ডিজে সোনিকা আর আভিলা।

গানের মেধাস্বত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি আইনি লড়াইয়েও নেমেছেন, কারণ কী?

সংগীত ক্যারিয়ারে সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই যে, মেধাস্বত্বের দাবিতে নিজের গান নিয়ে লড়াই করতে হচ্ছে। আমার গান আমিই প্রকাশ করতে পারছি না! অন্যান্য প্রতিষ্ঠান গান প্রকাশ করলেও রাজস্ব নিয়ে ছলচাতুরি করছে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে পড়েছিল।

স্টেজ শোর পাশাপাশি নতুন কিছু করার কথা ভাবছেন?

আমার ইউটিউব চ্যানেল ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেইজ’ তরুণ শিল্পীদের নিয়ে বেশকিছু আয়োজন করেছে; যেগুলো অনেকের প্রশংসা কুড়িয়েছে। তাই তরুণদের নিয়ে ধারাবাহিকভাবে আয়োজন করে যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি ক্যাসেট যুগের প্রকাশিত নিজের বেশকিছু জনপ্রিয় গানের রি-মাস্টার করছি। সেগুলোও একে একে প্রকাশ করব।

আরও পড়ুন