ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

মনে হচ্ছে জগতটা একদম নতুন: স্বরা ভাস্কর

মনে হচ্ছে জগতটা একদম নতুন: স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৩৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৪২

বলিউড জুড়ে এখন খুশির হাওয়া। রোববারই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সোমবার আরও এক খুশির খবর এল বলিউডে। মা হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন স্বরা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবরটি শেয়ার করেন স্বরা-ফাহাদ সম্পতি। সেই সঙ্গে তারা জানিয়েছেন তাদের মেয়ের নাম রাখা হয়েছে রাবিয়া।

এক যৌথ বিবৃতিতে তারা জানান, ‘প্রার্থনা শুনলেন ঈশ্বর, আর্শীবাদ মিলল, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন।’


চলতি বছরের জানুয়ারিতে ভারতের তরুণ রাজনৈতিক ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন স্বরা ভাস্কর। মার্চে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। তাদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। জুনে ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন স্বরা ভাস্কর।

স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমা মুক্তি পায় গত বছরের ১৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন