ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ওটিটিতে ‘কাগজ’

ওটিটিতে ‘কাগজ’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৩২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪৭

একজন লেখকের জীবনের আড়ালের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কাগজ’। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুমা মম। নতুন খবর হল- ২৮ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে সিনেমাটি।

আলী জুলফিকার জাহেদী পরিচালিত এ সিনেমাতে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

সিনেমাটিতে তিনটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্নিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর।


নির্মাতা বলেন, ‘ছবিটি দীপ্ত প্লের মাধ্যমে বিশ্ব ব্যাপী সবাই দেখতে পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি ছবি পাবেন।’

ইমন বলেন, ‘এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে আমার কোন কাজ যাচ্ছে। এখন থেকে ঘরে বসে দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

আরও পড়ুন