ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

সা ক্ষা ৎ কা র

সিনেমা মুক্তি দিয়ে ব্যবসায়িক ঝুঁকি নিতে চাইনি: এসডি রুবেল

সিনেমা মুক্তি দিয়ে ব্যবসায়িক ঝুঁকি নিতে চাইনি: এসডি রুবেল

এসডি রুবেল

এমদাদুল হক মিল্টন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৪

এসডি রুবেল অভিনীত ও পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার।  গানের বাইরে এই প্রথম চলচ্চিত্র পরিচালনা করলেন তিনি। সিনেমা, গান ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে

দর্শকের পাশে বসে নিজের পরিচালিত প্রথম সিনেমা দেখার অনুভূতি কেমন ছিল?

এ অনুভূতি কোনোভাবে বলে বোঝানো যাবে না। গতকাল জয়দেবপুরে উল্কা প্রেক্ষাগৃহে ‘বৃদ্ধাশ্রম’ দেখেছি। খেয়াল করে দেখেছি, অনেকে মুগ্ধ হয়ে সিনেমাটি দেখেছেন। নিজের বানানো সিনেমা পর্দায় দেখছি, তা নিয়ে দর্শক নানা মন্তব্য করছেন– এ দৃশ্য তা ভোলার নয়।

দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?

দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য সিনেমাটি মুক্তির পর পরই হলে হলে ঘুরছি। প্রথম দিনই গরম উপেক্ষা করে দর্শক সিনেমাটি দেখেছেন। বিশেষ করে সন্ধ্যার শোতে দ্বিগুণ দর্শক হয়েছে। মাসের শেষ। মানুষের হাতে পয়সা কম। এর পরও দর্শক হলে ভিড় করছেন– এটি আশাব্যঞ্জক।


সিনেমা সেন্সর লাভ করেছে অনেক আগে। মুক্তিতে এতো বিলম্ব হলো কেন?

২০২০ সালে যখন সেন্সর সনদ পেলাম, তখন দেশের করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। আড়াই বছর সিনেমা হল বন্ধ ছিল। করোনা কমলে জমে থাকা সিনেমাগুলো একে একে মুক্তি পেতে শুরু করে। তখন চাইলেই মুক্তির তারিখ নেওয়া মুশকিল ছিল। এর পর বিদেশি ভাষার সিনেমা আমদানি শুরু হলো। ‘পাঠান’-এর সঙ্গে সিনেমা মুক্তি দিয়ে ব্যবসায়িক ঝুঁকি নিতে চাইনি। সবকিছু মিলিয়ে এর মুক্তি পিছিয়েছে। সংগীতশিল্পী হিসেবেই আপনার পরিচিতি।

কোন ভাবনা থেকে চলচ্চিত্র পরিচালনায় এসেছেন?

সংগীত ও চলচ্চিত্র ওতপ্রোতভাবে জড়িত। চলচ্চিত্রের মধ্যে গান, মিউজিক ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর আর, সাউন্ড মিক্সিং থাকে। এগুলো সবই সংগীতশিল্পী ও সংগীত পরিচালকদের কাজ। এসব কাজের মধ্যেই আমি আছি। একসময় আমি থিয়েটারে অভিনয় করেছি। তা ছাড়া প্রায়ই বিজ্ঞাপন, ডকুড্রামা, নাটিকা তৈরি করি। এটি আমার নিত্যনৈমিত্তিক কাজেরই অংশ। সেখান থেকে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিতেই নির্মাণে এসেছি। সিনেমাটির মাধ্যমে সামাজিক বার্তা দিতে চেয়েছি। প্রথম সিনেমায় প্রেমের অনুভূতি পর্দায় তুলে ধরেছি।

শুনেছি, অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করছেন...

গানের পাশাপাশি সবসময় অভিনয় করতে চেয়েছি। এরই মধ্যে দু’জন নির্মাতার কাছ থেকে অভিনয়ের প্রস্তাব এসেছে। কথাবার্তা চলছিল। চূড়ান্ত হয়নি। তারা যে চরিত্রের জন্য বলেছেন, তা আমার ইমেজের সঙ্গে যায় না। ভালো চরিত্র ও গল্প পেলে অন্য নির্মাতার সিনেমায় অবশ্যই অভিনয় করব।

নতুন গানের কী খবর?

প্রতি মাসেই এসডি রুবেল ফাউন্ডেশন থেকে নতুন গান প্রকাশ করছি। বৃদ্ধাশ্রমে আমার তিনটি গান আছে। নতুন চলচ্চিত্রের গানের ব্যাপারে কথাবার্তা চলছে। দর্শকের উদ্দেশে কিছু বলার আছে? গানে যে রকম কোয়ালিটি ধরে রেখেছি, তেমনি চলচ্চিত্র নির্মাণ কিংবা অভিনয়ে সেই কোয়ালিটিই পাবেন। আপনারা ভরসা রাখুন। সামনে আরও ভালো কিছু কাজ নিয়ে আসছি। আপনারা বাংলা সিনেমার সঙ্গেই থাকুন। 

আরও পড়ুন