গোপনেই রাজ-বুবলীর শুটিং শেষ, এল ফাস্ট লুক

সংবাদ সম্মেলনে শরিফুল রাজ, মিশুক মনি ও বুবলী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৪:১০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৪:৪২
পরাণ-হাওয়া-দামাললের পর শরিফুল রাজ হয়ে উঠবেন দেশের সিনেমার ভরসার নাম। নাহ, সিনেমাগুলো মুক্তির বছর খানেক পেরিয়ে গেলেও সে ব্যক্তিগত নানা ঘটনা আর অঘটনে ফিকে হতে থাকে। অন্য দিকে চিত্রনায়িকা বুবলীও ব্যক্তিগত জীবনে সম্পর্টেকর টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্যাক্তিগত সব টানাপোড়েন ছাপিয়ে এই দুই অভিনেতা এক হলে ‘দেয়ালের দেশ’এ। সেটা বছরের রমার্চে। হ্যাঁ, এক বছর আগে সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় শুরু করেন শবনম বুবলী ও শরিফুল রাজ।
বলতে গেছে বেশ গোপনীতা বজায় রেখেই সিনেমাটির শুটিং শেষ করেন তারা। শুটিং তো শেষ, এবার মুক্তির পালা। তাই জানাতেই হবে সবাইখে। সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ছবিটির ফাস্টলুক প্রকাশ করা হয়। যাতে করুণ এক প্রেক্ষাপট ফুটে উঠেছে। হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলী লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ।
আয়োজনে পরিচালক, নায়ক-নায়িকাসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
দুইটি সময়কে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। নির্মাণ করেছেন তরুণ পরিচালক মিশুক মনি। তিনি জানালেন, ‘অনুদানের সিনেমা মানেই আমরা সামাজিক কোন ইস্যু ধরি। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে। সিনেমাটি এই ট্যবু ভাঙবে।’
পরিচালক মিশুক মনি বলেন, ‘এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গতবছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলীকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি। আগে কখন দর্শক তাদের এভাবে পাইনি।’
শরিফুল রাজ বলেন, ‘এই সিনেমায় কাজ করার পেছনে সবচে বড় অবদান স্ক্রিপ্টের। অনুদানের সিনেমা মানেই আমরা ধরে নেই ভিন্ন কিছু। কিন্তু সিনেমাটি অনুদানের সিনেমা হলেও ‘দেয়ালের দেশ’-এ মাত্রাটা ভিন্ন।’
বুবলীর কথায়, ‘সিনেমাটির স্ক্রিপ্ট হতে পেয়েই আমি কাজের জন্য রাজি হয়েছি। কারণ, গল্প পড়েই আমার ভীষণ ভাল লেগেছে। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি না দেখা পর্যন্ত দর্শক বুঝবে না যে এখানে আমরা কি করেছি। সবকিছু মিলে দুর্দান্ত একটা ছবি হয়েছে।’
- বিষয় :
- শবনম বুবলী
- দেয়ালের দেশ
- শরিফুল রাজ