ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

তারাও থাকছেন পরীমণি অভিনীত ওয়েব সিরিজে

তারাও থাকছেন পরীমণি অভিনীত ওয়েব সিরিজে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১২:১১ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১২:১১

সাহিত্যিক কিংকর আহসানের‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। আর এতে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। খবরটি গতকাল প্রকাশ্যে আসে। এই সিরিজের নতুন খবর হচ্ছে এতে পরীমণির বিপরতে অভিনয় করবেন শ্যামল মাওলা।

জানা গেছে, গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা  ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ।

চলতি মাসের  শেষ সপ্তাহ থেকে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।  যদিও এ বিষয়ে এখনও পরিচালক অনম বিশ্বাস আনুষ্ঠানিক কিছুই জানাননি। তবে পরীমণির সঙ্গে যে বাবু ও পলাশও অভিনয় করছেন তা নিশ্চিত হওয়া বিশেষ সূত্রবরাতে।

এদিকে মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে একের পর এক কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন পরীমণি। ক’দিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডুর গল্প’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোববার অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে জানিয়েছেন নতুন ওয়েব সিরিজের অভিনয়ের খবর। 

আরও পড়ুন