মূকাভিনেতা তানভীর পেলেন ‘জর্জ কে ক্যাম্পবেল অ্যাওয়ার্ড’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ০৮:০৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ০৮:০৭
বিশ্ব নাট্যাঙ্গনে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে অবদান রেখে চলায় জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ প্রগ্রামের আর্ট এন্ড কালচার বিভাগে সেরা বুদ্ধিদীপ্ত অভিনেতা হিসেবে শেখ তানভীর আহমেদ পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ‘জর্জ কে ক্যাম্পবেল অ্যাওয়ার্ড-২০২৩’।
গত ১৪ অক্টোবর বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত গ্লেন ট্যারেস ক্যাটারার্সের বলরুমে অনুষ্ঠিত হয় ‘এ্যানুয়াল জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটি’র নিয়মিত আয়োজন ‘গিভ মি এ সেকেন্ড চান্স’ এর এবারের আসর।
সেখানে আমন্ত্রিত অতিথি, নিউইয়র্ক লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি ও মিডিয়ার উপস্থিতিতে শেখ তানভীর আহমেদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন। সেই সঙ্গে রাষ্ট্রীয় সম্মানস্বরূপ নিউইয়র্ক স্টেট সিনেটর, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি ও নিউইয়র্ক সিটি কাউন্সিলের অফিসিয়াল সনদ তুলে দেন নিউইয়র্ক স্টেট সিনেটর রোক্সান জে. পারসোড এর পক্ষে মিস জেনিফার ভাইসুয়েগ হর্সফোর্ড এবং জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটির অফিসিয়াল মিস ইয়ান উইলিয়ামস ও ইয়ামা অরনী ক্যাম্পবেল।
শেখ তানভীর আহমেদ বলেন, ‘যেকোন স্বীকৃতি পেলে বেশ ভালো লাগে, তবে প্রায় দুই দশক ধরে চলমান এই ক্যাথলিক স্কলারশিপ প্রতিষ্ঠানের কাছ থেকে অভিনেতা হিসেবে এ পুরস্কার গ্রহন এবং সেইসাথে স্থানীয় সরকারের সর্বোচ্চ সংস্থাগুলোর কাছ থেকে সনদ গ্রহন অত্যন্ত সম্মানজনক।’
সম্প্রতি দেশের প্রথম মূকাভিনেতা হিসেবে তানভীর পার্ফমেন্স করেছেন নিউইয়র্কের টাইমস স্কয়ারে।