ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

যৌনকর্মীদের নিয়ে ‘নীলপদ্ম’, প্রিমিয়ার হচ্ছে নিউইয়র্কে

যৌনকর্মীদের নিয়ে ‘নীলপদ্ম’, প্রিমিয়ার হচ্ছে নিউইয়র্কে

‘নীলপদ্ম’র পোস্টারে রুনা খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ২১:২৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ | ২১:২৯

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হয়েছে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’। উপমহাদেশের কালজয়ী নায়িকা সুচিত্রা সেন স্মরণে আগামী ২০-২১ এপ্রিল অনুষ্ঠিত হবে এ উৎসব। এই উৎসবে চলচ্চিত্র ‘নীলপদ্ম’র ওয়ার্ল্ড প্রিমিয়ার শো হবে।

উৎসবে অংশগ্রহণ করার জন্য দুই বাংলার কয়েক শ’ত চলচ্চিত্র জমা পড়ে। এতে অন্যান্যদের পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহীর সদ্য নির্মিত ‘নীলপদ্ম’ নির্বাচিত হয়েছে এবং উৎসবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপমহাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লী দৌলতদিয়া পতিতালয়ের যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা পরবর্তী নির্মাতা তৌফিক এলাহী নিজ প্রযোজনায় নির্মাণ করেন ‘নীলপদ্ম’। 

নারী প্রধান গল্প নির্ভর এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। এছাড়া রোকেয়া প্রাচী, মামুনুর রশিদ অপু, শাহেদ আলী, সুজাত শিমুলসহ অন্যান্যরা বিভিন্নগুরুত্বপূর্ণ চরিত্রে  অভিনয় করেছেন।

আরও পড়ুন

×