ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রাক্তনকে ‘টোকাই’ বলে সম্বোধন করে পরীমণি আরও যা বললেন

প্রাক্তনকে ‘টোকাই’ বলে সম্বোধন করে পরীমণি আরও যা বললেন

শরিফুল রাজ ও পরীমণি। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ১৫:৫৬ | আপডেট: ০১ জুন ২০২৪ | ১৬:১৫

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে। এরপর থেকে ছেলে (রাজ্য) পরীমণির কাছেই রয়েছে। এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দু‘জনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিল। তবে সম্প্রতি পরীমণির বাসায় গিয়েছিলেন শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও।

এ দিকে গত কয়েক দিনে খবর চাউর হয় পরীর বাসায় রাজ গিয়েছেন। এমনকি এ সময় পরীর হাতের রান্নাও খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পরীমণি মিডিয়ায় কোনো মন্তব্য না-করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। 

আজ পরী  ফেসবুকে একটি পোস্টে লিখেছেন: ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’ 

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’  সেখানে পরী ফিরতি কমেন্টে লিখেছেন: ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের  চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’

পরীমণির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরী কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরীমনির বাসায় যাননি?

পরীর এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে তাহলে শরিফুল রাজ পরীর বাসায় ঢুকলেন কীভাবে? 

বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। 

আরও পড়ুন

×