‘গবেট’ সিনেমায় আরজুর সঙ্গী শিরিন শিলা

কায়েস আরজু ও শিরিন শিলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৯:৫৮
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘গবেট’ নামের এই সিনেমায় তার সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। সিনেমাটির জন্য সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান নায়ক।
আগস্টের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ন করা হবে।
চিত্রনায়ক কায়েস আরজু বলেন, গবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে। এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে৷ আরও ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুখে দাঁড়াও’ ছবির পরিচালক দেবাশীষ দা’র মতো সিনিয়র ডিরেক্টরের সাথে নতুন করে কাজ করতে পারছি। আশা করছি দর্শকরা ভিন্ন কিছু পাবে।
সিনেমাটিতে আরজু-শিলা ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ। ছবিতে গান থাকছে পাঁচটি৷ গানগুলোতে কন্ঠ দিয়েছেন আগুন, কনা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী, জেফার।