ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

ওমর সানী বললেন, লালের মধ্যে আমাদের হাসিটা হারিয়ে গেছে

ওমর সানী বললেন, লালের মধ্যে আমাদের হাসিটা হারিয়ে গেছে

ওমর সানী ও মৌসুমী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১৯:১৬

তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীর ৩০তম বিবাহ বার্ষিকী শুক্রবার (২ আগস্ট)। ১৯৯৫ সালের এই দিনে বিয়ে করেন তারা। বিশেষ এই দিনে প্রতি বছরেই অন্তত ঘরোয়াভাবে কেক কেটে দিনটি উদযাপন করেন। কিন্তু এবার ওমর সানী জানালেন ভিন্ন কথা!

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাম্প্রতিক হত্যা, ধ্বংসযজ্ঞের কারণে নিজের বিশেষ এই দিনে মন খারাপের বার্তাই দিলেন বাংলা সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক।

এক ফেসবুক স্ট্যাটাসে মৌসুমীর সাথে একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘আজ ২ আগস্ট, আমাদের বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু হলো না। চারিদিকে লাল, শুধু লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে।’

ব্যক্তিগত বিশেষ এই দিনে আয়োজন না থাকলেও সবার কাছে দোয়া প্রার্থনা করে ‘কুলি’ ছবির এই নায়ক লিখেছেন, ‘কোন আয়োজন নয়, যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।’

ওমর সানী-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তান। ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।

আরও পড়ুন

×