ফারিন নয় ফারিণ

তাসনিয়া ফারিণ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ২৩:১২ | আপডেট: ০৬ জুন ২০২০ | ২৩:১৪
‘অনেকেই আমার নাম ফারিন লেখেন আসলে আমার নামের বানান ফারিন নয় ‘ফারিণ’। ক্যারিয়ারের শুরু থেকেই গণমাধ্যমে যত নিউজ হয়েছে তার সবগুলোতেই প্রায় ফারিনই লেখা হয়েছে। পরে অনেকেই সংশোধন করে ফারিণ লিখেছেন। তবে এখনও অনেকেই ফারিনই লেখেন। এর বাইরেও নাটকের ভেতরেও অনেকেই ফারিনই লিখছেন। বিষয়টি আমারও জানানো হয়নি অনেককে। আসলে আমার নামের বানানা ফারিন নয় ফারিণ।’
নিজের নামের বানান নিয়ে কথাগুলো বলছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিণ।
এদিকে অভিনেত্রী ফারিণ করোনাকলের এই সময়ে বাসায় আছেন। কোন শুটিংয়ে অংশ নেয়ার পক্ষে নন তিনি। তবে বাসায় বসে বেকার সময় কাটাচ্ছেননা বলেই জানালেন। করোনাকালে গৃহবন্দি হয়ে বাসা নিজের মতো করে সময় কাটাচ্ছেন ফারিণ। বই পড়ছেন, সিনেমা দেখছেন, নিজের অভিনয়ের বাইরে অন্যদের অভিনীত নাটকও দেখছেন নিয়মিত। শিখছেন রান্নাবান্নাও। তবে গৃহবন্দি সময়টাতে আরও একটি কাজ করছেন ফারিণ। সেটা হচ্ছে গল্প লেখা। এই সময়ে ফারিণ নিয়মিত গল্প লিখছেন বলেই জানালেন। সবই ছোট গল্প।
ফারিণ বলেন, ‘সময়টা কাজেই লাগাচ্ছি। প্রথমে ব্যোরিং লাগলেও নিজেদের ও পরিবারের কথা ভেবে বাসায় থাকতেই হবে। তবে বাসায় থেকে বেশ কয়েকটি ছোট গল্প লিখেছি। জানিনা কেমন হচ্ছে তবে আমি লেখার ট্রাই করছি।
করোনা ভাইরাস কারণে নিজের চেয়েও পরিবার নিয়ে বেশি চিন্তিত ফারিণ। বিশেষ করে বাবা-মায়েয়র নিরাপত্তা নিয়েই ভাবনা বেশি তার। তাই লকডাউন না থাকলেও বাইরে বের হতে চাচ্ছেন না তিনি। কারণ লকডাউন শিথিল হলেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলছে। তাই নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।- মন্তব্য ফারিণের।