ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আমরা সব সময় শয়তানের ওপর দোষ চাপিয়ে বাঁচতে চাই: ফারিণ

আমরা সব সময় শয়তানের ওপর দোষ চাপিয়ে বাঁচতে চাই: ফারিণ

তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ১৯:৫১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ২০:০৩

তাসনিয়া ফারিণ। ছোট পর্দা দিয়ে অভিষেক হলেও বর্তমানে ওটিটি ও সিনেমার নিয়মিত অভিনেত্রী। কাজ করছেন বিদেশি সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত জীবনের খবরাখবর ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার সেখানে তুলনা তিনি করলেন মানুষ ও শয়তানের।

শনিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে ফারিণ লিখেছেন, ‘আমরা সব সময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?’

তবে এ স্ট্যাটাসটি যে অভিনেত্রীর কাজের প্রচারণা সেটি স্পষ্ট। কেননা মন্তব্যের ঘরে তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ‘চক্র’ এর সন্ধান দিয়েছেন তিনি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিরিজটি করতে গিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ফারিণকে। এ নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘এ কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। এক পর্যায়ে মনে প্রশ্ন জাগে-কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে।

আরও পড়ুন

×