জুটি হলেন সিয়াম ও মিম, তবে সিনেমায় নয়...
সিয়াম ও মিম। ছবি: সংগৃহীত।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৮:০৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৮:৪৮
সর্বশেষ সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিমকে একসঙ্গে দেখা গিয়েছে ‘অন্তর্জাল’ সিনেমায়। তার আগে ‘তামাল’ ছবিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে জুটি হিসেবে নয়। তারপরও উভয়ের মধ্যে সম্পর্কটা বেশ।
উভয়ের সিনেমার পাশাপাশি দেশের কর্পোরেট দুনিয়াতেও দারুণ বিচরণ। বলা হয়েছে থাকে সিয়াম ও মিমই বাংলাদেশের সর্বাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
এই দুইজন এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও জুটি হলেন। রোববার লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিমি ও সিয়াম। এ দিন প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করেন তারা।
মিম বলেন, ‘আমাদের প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাস জড়িয়ে রয়েছে। সবসময় চাই সেই বিশ্বাস ও ভালোবাসা যেনো অটুট থাকে। ভালো সিনেমার মত ভালো প্রতিষ্ঠানের সঙ্গে বরাবারই আমার যাত্রা। আশা করি আগামীকে সেইলরের সঙ্গে দারুণ অভিজ্ঞতা নিয়ে আগাবো।’
- বিষয় :
- বিদ্যা সিনহা মিম
- সিয়াম আহমেদ