ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

১০ বছর পর সিনেমায়, তবে নাটক ছাড়তে পারবেন না ইরফান

১০ বছর পর সিনেমায়, তবে নাটক ছাড়তে পারবেন না ইরফান

ইরফান সাজ্জাদ। ছবি: ফেসবুক

বুলবুল ফাহিম

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৯:১৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:০০

ক্যারিয়ারের শুরু থেকেই ম্যারাথন গতিতে কাজ করে যাচ্ছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ভালো কাজ নিয়েই তার এই ছুটে চলা। ফলে  প্রশংসার সঙ্গে আলাদা সখ্যতা তার। দর্শকদের কাছেও একজন পরিচ্ছন্ন অভিনেতা হিসেবেই সুখ্যাতি তার। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিষেক হয়েছে। সর্বশেষ ২০১৪ বড় পর্দার জন্য শুটিং করেছিলেন। ১০ বছর পর আগামী ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে তার নতুন সিনেমা ‘ভয়াল’।

১০ বছর পর বড় পর্দায় ফেরা নিয়ে ইরফান জানালেন, ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’ আমার সিনেমা। এরপর বিশাল একটা ব্রেক। মানসিক প্রস্তুতি নিয়েই এতোবছর পর ‘ভয়াল’ দিয়ে সিনেমা আসছি। সেদিক দিয়ে ধরতে গেলে এটা আমার তৃতীয় সিনেমা। ভিন্ন কিছুর কথা চিন্তা করেই ফের সিনেমায় এসেছি। তাম মানে এই না যে মারদাঙ্গা কিছু নিয়ে ফিরছি। সিনেমা তো বিভিন্ন রকম হতে পারে। সব ইন্ডাস্ট্রিতেই ভিন্ন ধরণের সিনেমা হয়। সবগুলো যে অ্যাকশন সিনেমা হয় এমন না। এটুকু বলতে পারি, ‘ভয়াল’ ভিন্ন আঙ্গিকের সিনেমা। 

নিজের নতুন সিনেমার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভয়াল সিনেমার গল্প পাহাড়ি অঞ্চলের একেবারেই আলাদা একটি গল্প। যেটা কিনা নির্মাণ হয়েছে গ্রামের রাজনীতির উপর একটি ছেলে ও মেয়ের সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে। পুরো গল্পটাই ভিন্ন। এমন গল্পের সিনেমা আমাদের দেশের আর কখনো হয়নি। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যেমন প্রস্তুতি থাকে এটার ক্ষেত্রে  একটু বেশিই ছিল। কারণ, পাহাড়ি অঞ্চলের যুবকের চরিত্রটা ধারণ করা ছিল একটু কঠিন। সেটা করতে সময় লেগেছে। আলাদা করে প্রস্তুতি নিয়েই শুটিংয়ে নেমেছি। বাকিটা দর্শক বলবে।’

নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে ইরফান এখন নিয়মিত কাজ করতে চান সিনেমায়। সেক্ষেত্রে বিষয়টি দর্শকের ওপর ছেড়ে দিলেন এই অভিনেতা। তার কথায়, ১০ বছর আগে সিনেমায় কাজ করেছি সেটা ভিন্ন কথা। এখন আমি পুরোটা সিনেমায় মনোযোগী হতে চাই। সব ঠিকঠাক থাকলে সিনেমাতেই কাজ করবো। এক্ষেত্রে দর্শকেরও একটা চাহিদার বিষয় আছে। কারণ, সবচেয়ে বড় বিচারক তো দর্শক। তারা যদি আমাকে চান তাহলে অবশ্যই সিনেমা করব।

নাটকের কারণেই তিনি আজ ইরফান সাজ্জাদ হিসেবে পরিচিত। ওটিটি ও সিনেমা কাজের জন্য নাটক কমিয়ে দিতে হয়েছে তাকে। তবে এই প্ল্যাটফর্মটা পুরোপুরি ছাড়তে চান না তিনি। তার ভাষ্য, ‘বড় পর্দার দিকে বেশি মনোযোগ বেশি দেওয়ায় নাটক কমিয়ে দিতে হয়েছে। আগে রেগুলোর নাটকে কাজ করতাম। এখন নাটকে কম অভিনয় করছি। গল্প ঠিকঠাক থাকলে মাসে হয়ত দুটি নাটকে কাজ করছি। আমি যেহেতু নাটকের ছেলে। তাই চাইলেই নাটক ছেড়ে দিতে পারব না। কারণ, আমার দর্শক এখান থেকেই তৈরি। আমি চাইলেই তো নাটক চেড়ে দিতে পারিনা।

নাটকের মান, উদ্ভট নাম ও ভিউয়ের অসুস্থ প্রতিযোগিতা নিয়ে প্রায়ই সমালোচনার শিকার তারকারা। বিষয়টি নিয়েও কথা বলেন ইরফান। তার মতে, ‘এটাতে এখন কিছু করার নেই। এখনকার নাটক একটি ফরমেটে নির্মাণ হয়। ভিউটাই এখন নাটকের মূল বিষয়। যেটা পাশ-কাটানোর সুযোগ নেই। নাটকের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলোও এখন ইউটিউব কেন্দ্রিক। সুতরাং ইউটিউবে ব্যবসা করতে হলে দর্শক যেভাবে চাইবে সেভাবেই কন্টেন্ট দিতে হবে। এখনে কেউ সস্তা জিনিস দেখতে পছন্দ করে আবার কেউ মানসম্মত জিনিস দেখতে পছন্দ করেন। কিন্তু স্মার্ট কন্টেন্ট দেখার দর্শক ইউটিউবে অনেকটাই কম।’

নাটক, ওটিটি ও সিনেমা- তিন মাধ্যমে একসঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইরফান বলেন, তিন মাধ্যমে একসঙ্গে কাজ করতে গেলে সমস্যা হবেই। নাটকে যেভাবে কাজ হয় ওটিটি বা সিনেমাতে কিন্তু সেভাবে কাজ হয় না। নাটকে কম দিনে শুট হয় বলে প্রেশার বেশি থাকে। এখন অবশ্য নাটকের পরিচালকরা বড় পরিসরে কাজ করেন। কিন্তু দিন শেষে প্রেশারটা থেকেই যায়। ওটিটি-সিনেমার ক্ষেত্রে সেটা হয় না। সবচেয়ে বড় কথা হল- এক সঙ্গে দুই নৌকায় পা দিয়ে চলাটা কঠিন।

বছর প্রায় শেষের দিকে। এবছরের পরিকল্পনা কতটা পূরণ হল- এমন প্রশ্নের জবাবে ইরফন জানালেন, এবছর সবার জন্যই খানিকটা ভিন্ন ছিল। বছরের শুরুতে নির্বাচন। বছরের মাঝে আন্দোলনে সরকার পরিবর্তন। তার পরও যা চেয়েছি হয়ত সেরকম হয়নি। বছর শেষে একটা সিনেমা মুক্তি পাচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া।

whatsapp follow image

আরও পড়ুন

×