‘পুষ্পা ২’-এর রোমহর্ষক ট্রেলারে দাপুটে আল্লু অর্জুন
আল্লু অর্জুন। ছবি: সিনেমার ট্রেলার থেকে নেওয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:৪২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:৪৩
‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি’- সংলাপ মাতিয়েছে সিনেপ্রেমিদের। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় বুঁদ ছিলেন দর্শক। এখন ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির অপেক্ষা। টিজারেই সাড়া ফেলেছিল। এবার প্রকাশ্যে আনা হল ট্রেলার।
রবিবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রত্যাশার পারদ আরও যেন বেড়ে গেল! সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। প্রেমিকার সঙ্গে সংসার পেতেছে। তার মাঝেই ভয়ানক সব কাণ্ড তার। রাশমিকা মান্দানা-আল্লু অর্জুনের রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল। আল্লু অর্জুন আগেরবারের মতোই দাপুটে। বরং এবার আরও ভয়ানক, তা বলাই বাহুল্য।
ট্রেলারে চমকে দিলেন ফাহাদ ফসিলও। পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়লেন তিনি। প্রথম ছবিতে দুই তারকার সম্মুখ যুদ্ধের আভাস মিলেছিল। এবার তাদের দৌড় দেখা যাবে পর্দায়।
‘পুষ্পা ২’ মুক্তির আগেই ১০০০ কোটির ‘ব্লকবাস্টার’ ব্যবসা হাঁকিয়েছে চন্দন দস্যু। আর এই বিগ বাজেট সিনেমাতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন যে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তাতে তিন-তিনটি বলিউড সিনেমা হয়ে যায়। আগামী ৫ ডিসেম্বর সাত ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’।
ফার্স্টলুকের মতোই টিজারেও আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে দেখা গেল। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যার জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। এবার মুক্তির পালা।
- বিষয় :
- আল্লু অর্জুন