‘মার্ক্স ইন সোহো’ নাটকের পাঁচ প্রদর্শনী
ছবি: নাট্য সংগঠন বটতলা’র সৌজন্যে
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২০:৫৮
নাট্য সংগঠন বটতলা এবং যাত্রিক-এর যৌথ প্রযোজনায় ‘মার্ক্স ইন সোহো’ আবার মঞ্চে আসছে টানা পাঁচ প্রদর্শনীর আয়োজন নিয়ে। প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এ নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে। বেইলি রোডের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় থাকছে নাটকের প্রথম প্রদর্শনী। ২৯ ও ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে প্রতিদিন দুটি করে প্রদর্শনী।
মৃত্যুর প্রায় ১০০ বছর পরে কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কি আছে? এই যে পৃথিবীতে বাস করছি আমরা, যেখানে নানা বৈষম্য বিদ্যমান; শ্রমিক তাঁর ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, তাঁর জীবন যেখানে মূল্যহীন, যেখানে মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং ভেতরে ভেতরে চিৎকার-রাষ্ট্রযন্ত্র দ্বারা হঠাৎ বাইরে বেরিয়ে আসা দু-একটি চিৎকারেরও টুঁটি চেপে ধরা– এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে, নাকি তাঁর নামে চালু বদনামগুলো পরিষ্কার করতে? এসবই জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও।
দুনিয়ার অন্যতম জরুরি দার্শনিক কার্ল মার্ক্স, যিনি ঊনবিংশ শতাব্দী থেকে আজও মানুষের সমাজের ইতিহাস ও রাজনীতিকে নানাভাবে প্রভাবিত করে চলেছেন। তাঁকে নিয়ে নাটক মার্ক্স ইন সোহো বা সোহোতে মার্ক্স! হাওয়ার্ড জিন তাঁর সোহোতে মার্ক্স নাটকে দুনিয়া কাঁপানো চিন্তক মানুষটির দৈনন্দিন প্রেম বা খেদের ভেতর দিয়ে সত্যিকারের একজন মানবিক স্বাপ্নিক দ্রষ্টার ছবি এঁকেছেন। এর পেছনে জিনের মূল উদ্দেশ্য কিন্তু মার্ক্স নন; বরং মার্ক্সের চিন্তা বা বিশ্লেষণ। দেড়শ বছর পেরিয়ে এসেও কী অসামান্য প্রাসঙ্গিক এবং জরুরি সেসব চিন্তা সেটা দেখানোই জিনের উদ্দেশ্য। নাটকটি নির্মাণ প্রক্রিয়ায় বটতলার সঙ্গে যুক্ত হয় যাত্রিক।
নাটকটিতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ, উম্মে হাবিবা। সংগীত, আলো, সেট ও দৃশ্য পরিকল্পনা করেছেন নায়লা আজাদ। কোরিওগ্রাফি নায়লা আজাদ, উম্মে হাবিবা। সংগীত প্রয়োগ ইভা আফরোজ খান। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ। আলোক প্রক্ষেপণ মীর মোহাম্মদ বাদল। দৃশ্য সম্পাদনায় মারুফ রায়হান ও মাহবুব মাসুম।
- বিষয় :
- মঞ্চ নাটক