ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মানুষের গহিনে লুকিয়ে থাকা অবয়বকে তুলে আনতে ‘আমার অস্তিত্ব’

মানুষের গহিনে লুকিয়ে থাকা অবয়বকে তুলে আনতে ‘আমার অস্তিত্ব’

ইএফ ব্যান্ড দল। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১২:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১২:৫৬

বেশ কিছুদিন তৃতীয় অ্যালবামের ঘোষণা দিয়েছিল রক-মেটাল ঘরানার আলোচিত ব্যান্ড ইএফ। সেই ঘোষণা অনুযায়ী এবার প্রকাশ করল অ্যালবামের প্রথম গান ‘আমার অস্তিত্ব’।

বৃহম্পতিবার ব্যান্ডের ইএফ– এন্ডিং ফেস টিভি নামে নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। নিয়মের শেকলে বাঁধা, নীল আকাশ আজ গাঢ় অন্ধকার/সম্পর্কগুলো ঘুণে খাওয়া, দায়িত্ব পালনে অনীহা আমার...।’ এমন কথা সাজানো গানটি লিখেছেন, ব্যান্ডের কণ্ঠশিল্পী অঙ্কুর রহমান। একই সঙ্গে গানের সুরও করেছেন এ শিল্পী নিজে। 

সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের তিন লিড গিটারিস্ট– আখলাকুল আজিম নাহিয়ান, মুনতাসিম বিল্লাহ সিদ্দিক, সাদমান বিন আরিফ, বেইজ গিটারিস্ট সুমন ভাই ও ড্রামার– এসএ ইমন।

এ আয়োজন নিয়ে বেইজ গিটারিস্ট সুমন বলেন, এই গানের মধ্য দিয়ে আমরা একজন মানুষের গহিনে লুকিয়ে থাকা অবয়বকে তুলে আনা ও তাঁর লালিত ইচ্ছাটাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিজস্বয়তা ধরে রেখেই সুর ও সংগীতায়োজন করা হয়েছে। এটি মূলত প্রিক্যুয়েল গান, যার তিনটি অংশ থাকছে। অ্যালবামের আরও কয়েকটি গান এই একই আঙ্গিকে তৈরি করার পরিকল্পনা রয়েছে আমাদের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংগীতে ভিন্নতা আনতেই মূলত আমাদের এ ভাবনা। আশা করছি, ‘আমার অস্তিত্ব’ গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে।’

তৃতীয় অ্যালবামের প্রকাশনা নিয়ে সুমন আরও বলেন, ‘একক গানের জোয়ারেও আমরা অ্যালবাম প্রকাশনা থেকে সরে আসতে চাইনি। এর কারণ, অ্যালবামে বেশ কিছু গানের মধ্য দিয়ে সংগীতের ভ্যারিয়েশন তুলে ধরা যায়, যা একক গানে সম্ভব নয়। তাই এরপর আর একক গান নয়, অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে শ্রোতাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাব।’

প্রসঙ্গত, ১৪ বছরের পথ পরিক্রমায় মুখোশ ও স্বনামে নামে দুটি অ্যালবাম প্রকাশ করে শ্রোতাদের মনোযোগ বেড়েছে ইএফ। আগামী বছরে আসছে নাম চূড়ান্ত না হওয়া তাদের তৃতীয় অ্যালবাম।

whatsapp follow image

আরও পড়ুন

×