ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বিরল রোগে আক্রান্ত শার্লিন চোপড়া

বিরল রোগে আক্রান্ত শার্লিন চোপড়া

শার্লিন চোপড়া। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৪:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৪:৫৪

বিতর্ক আর শার্লিন চোপড়া যেন একে অপরের পরিপূরক। অ্যাডাল্ট মডেলিং কিংবা ইরোটিক সিনেমায় অভিনয়, তিনি যেখানেই হাত রেখেছেন সবসময়ই থেকেছেন শিরোনামে। বলিউডে তাকে প্রায়ই ‘মন্দ মেয়ে’ হিসেবেই আখ্যা দেওয়া হয়। সম্প্রতি নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মা হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শার্লিন চোপড়া বলেন, হ্যাঁ, আমার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)। যা এক ধরণের অটোইমিউন ডিজিজ। ২০২১ সালে প্রথম এই রোগ ধরা পড়ে।

তিনি জানান,  এই রোগোর কারণে আমি ২০২১ সালে কিডনি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এরপর থেকেই সমস্যা বাড়ে। ডাক্তার আমাকে বলেছিলেন, স্বাস্থ্য ব্যাধি নিয়ন্ত্রণে রাখতে আমাকে সারাজীবন ওষুধ খেতে হবে। আমি এটি দিনে তিনবার গ্রহণ করি। তারা এও পরামর্শ দিয়েছিল, আমার কখনই অন্তঃসত্বা হওয়ার কথা ভাবা উচিত নয়। কারণ, এটি শিশু এবং মা উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে।

ডাক্তারদের মতে, লুপাসে আক্রান্তরা সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও গর্ভধারণ তাদের জন্য জীবন-ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণেই শার্লিন নিজের গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না।

তবে শার্লিন মা হতে চান। অন্তত চার-পাঁচটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি বাচ্চা খুব ভালোবাসি। ভারতে মা হওয়ার জন্য কী কী বিকল্প রয়েছে, তা খতিয়ে দেখছি। খুব শিগগিরই সবাইকে একটা সুখবর দেব।’ সূত্র: বলিউড বাবল।

whatsapp follow image

আরও পড়ুন

×