ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

শরদ কাপুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় নারী

শরদ কাপুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় নারী

শরদ কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৯:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৯:৫৫

সিনেমা ইন্ডাস্ট্রিতে তারকাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনা নতুন নয়। এবার বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এ ঘটনায় খর থানায় অভিযোগ করেছেন ৩২ বছর বয়সী ওই নারী।

ভুক্তভোগি নারীর অভিযোগ, শরদের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে আলাপ। এরপর ভিডিও কলের মাধ্যমেও তার সঙ্গে কথা হয়। শরদ নাকি তাকে বলেছিলেন তিনি নতুন সিনেপ্রজেক্ট সম্পর্কিত বিষয়ের জন্য তার সঙ্গে দেখা করতে চান। এরপরই অফিসে দেখা করার নাম করে তাকে বাড়ির লোকেশন পাঠান। বাড়িতে পৌঁছনো মাত্রই শরদ কাপুর তাকে  বেডরুমে যাওয়ার ইঙ্গিত করেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিনেতা তাকে জোর করে স্পর্শও করেন।

পুরো ঘটনার বিবরণ দিয়ে খর থানায় ভারতীয় আইন অনুযায়ী ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় অভিযোগ করেন তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই শরদ কাপুরের কাছে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

whatsapp follow image

আরও পড়ুন

×