মেহজাবীন-ফারিণ যে কারণে একে অপরের ভক্ত

তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৪:৫৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ২১:১৩
দুজনেই এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। নাটক থেকে চলচ্চিত্র, কাজ করে যাচ্ছেন সমানতালে। তবে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং ভালোবাসা ও সম্মানের সম্পর্কই বজায় রেখেছেন। একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতেও দেখা যায় তাদের। মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ যেন একে অন্যের পছন্দের তালিকায় দুজনেই রেখেছেন দুজনের নাম।
এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যতিক্রমী এক ইকর্মাস প্রতিষ্ঠান পাইকারী.কম.বিডির ব্যতিক্রমী আয়োজন ‘মেম্বারশিপ প্রোগ্রাম’-এ গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত হন মেহজাবীন ও ফারিণ। এসময় নিজেদের সম্পর্ক ও একসঙ্গে পর্দায় কাজ করা নিয়ে কথা বলেন এই দুই তারকা।
নিজেদের সম্পর্ক নিয়ে শুরুতেই মেহজাবীন বলেন, কাজের সুবাদে আমরা দুজন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ একসঙ্গে ভ্রমণ করেছি। আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, যা আমাদের ভক্তদেরও নজর কেড়েছে, তাদের কাছে ভালোও লেগেছে। শেষ আমেরিকায় ঘুরেছি। এ সময় দেশটির বিভিন্ন শহর ঘুরেছি এবং আমার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার একটি ম্যাচও একসঙ্গে দেখেছি। তাই দুজনের একসঙ্গে ভালো কিছু মেমোরি হয়েছে, যা ভবিষ্যতে আমাদের সম্পর্কটা আরও বেশি সমৃদ্ধ করবে।
এ সময় নিজেদের একসঙ্গে অভিনয় করার বিষয়ে এ অভিনেত্রী আরও বলেন, আমরা একসঙ্গে এখনো কাজ করিনি। একটি নাটকে ফারিণের ক্যামিও ছিল আমার সঙ্গে। তবে একসঙ্গে কাজের বিষয়টি আমাদের হাতে থাকে না। নির্মাতা যদি আমাদের দুজনকে নিয়ে কখনো কাজ করার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই করব। তার অভিনয় আমার সবসময়ই ভালো লাগে।
ফারিণ বরাবরই মেহজাবীনের কাজের ভক্ত। তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এ অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া দুজনের বেশ কিছু বিষয়ের মিলও রয়েছে।
এ নিয়ে গণমাধ্যমকে ফারিণ বলেন, মেহজাবীন আপুর সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। আমাদের দুজনের একটি জায়গায় অনেক মিল রয়েছে। সেটি হচ্ছে, আমাদের দুজনেরই মানসিকতার সুন্দর মিল রয়েছে, যা বুঝতে পেরেছি তার সঙ্গে ট্যুরে গিয়ে। ট্যুরে আমরা দুজন কোনো কিছু আলাদা আলাদা করার প্ল্যান করতাম। এরপর প্ল্যান নিয়ে যখন গ্রুপ মিটিং করতাম, তখন দেখতাম দুজন একই প্ল্যান করেছি। এ ছাড়া আমি তার কাজের ভক্ত। ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হলে গিয়ে দেখব। এ ছাড়া আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি, সুযোগ এলে অবশ্যই কাজ করব।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছিলেন বিনোদন জগতের তারকা ব্যক্তিত্বরা, তেমন আমন্ত্রিত হয়েছে উৎসুক ক্রেতাসাধারণ ও পাইকারি.কম.বিডি-র বর্তমান মেম্বাররাও। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের এক ব্যতিক্রম উদ্যোগ মেম্বারশীপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করে।
মূলত বিনা লাভে পণ্য বিক্রি করা একটি প্রতিষ্ঠান। এই শ্লোগানকে সামনে রেখে পরিচালিত এই প্রতিষ্ঠান পাইকারি.কম.বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা নাবির হোসেন।
তার সূচনা বক্তব্যে বলেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণের মেম্বারশীপ ফি দিয়েই যে কেউ পাইকারি.কম.বিডি-র মেম্বার হয়ে যেতে পারবে। আর শুধুমাত্র মেম্বারই এক্সক্লুসিভলি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ। শুধুমাত্র এককালীন মেম্বারশীপ ফি প্রদান করেই একজন মেম্বার সারা বছর পাবেন বিনা লাভে বিক্রিত পণ্য কেনার সুবিধা।
- বিষয় :
- মেহজাবীন চৌধুরী
- তাসনিয়া ফারিণ