ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জমিস ফ্লোরে পিনিক, ৭ নম্বরে তুফানের নাবিলা

জমিস ফ্লোরে পিনিক, ৭ নম্বরে তুফানের নাবিলা

এফডিসির ভেতরের একটি দৃশ্য।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫৩

শীতের বিকেল। ঠাণ্ডা বাতাস, সঙ্গে রৌদ্রের উঁকিঝুঁকি। খরা কাটিয়ে ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা রূপে ফিরেছে চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। কেউ বলছেন, জেগে উঠছে। কারও মতে, এফডিসি তার নিজস্ব রূপে ফিরছে। কারণ, এর নানা জায়গায় সেট ফেলে চলছে বিজ্ঞাপন, গান ও সিনেমার। যা গেল কয়েক মাসে দেখা যায়নি।

এফডিসেতে আগেই থেকেই কমেছে শুটিং। সপ্তাহখানেক আগে গিয়েও দেখা প্রতিষ্ঠানটি নিষ্প্রাণ। কিন্তু সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এফডিসি গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ঘুরতে ঘুরতে কথা হয় শুটিং ইউনিট কর্মকর্তা, এফডিসির কর্মচারী ও কয়েকজন পরিচালকের সঙ্গে। জুবরাজ ও শান্তা নামের দুই কর্মচারী জানালেন, গত ৭ মাসে এফডিসিতে এমন জাঁকজমক পরিবেশে শুটিং দেখেননি তারা।

এদিন সকাল থেকে এফডিসির জসিম ফ্লোরে ‘পিনিক’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ জুয়েল।


ছবি: সমকাল

নির্মাতা জাহিদ জুয়েল জানালেন, অনেকদিন পর এফডিসিতে শুটিং করছি। এমন পরিবেশ পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আদর আজাদ ও বুবলীকে নিয়ে ‘পিনিক’ সিনেমার শুটিংয়ে আছি।

এদিকে ৭নম্বর ফ্লোরে চলছে একটি টেলিভিশন চ্যানেলের রান্নার শুটিং। যেখানে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

এছাড়া প্রযোজোক সমিতার সামনে সেট ফেলে চলছে একটি বিজ্ঞাপনের শুটিং। যেখানে অংশ নিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন, সিনেমার পাশাপাশি এফডিসির ১ নম্বর ফ্লোরে চলছে গানের শুটিং। যেখানে আগামী তিন দিনে হবে ৬০টি গানের শুটিং। ডিজে রাহাতের তত্বাবধায়নে এখানে অংশ নিয়েছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। সেখানে শুটিং করবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাসহ আরও অনেকে।


ছবি: সমকাল 

চলচ্চিত্র-গানের বাইরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাণের জন্যও এফডিসিতে আগের তুলনায় শুটিংয়ের আবেদন বেড়েছে। যা এই প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসূ হবে বলেও জানালেন কয়েকজন কর্মকর্তা। এভাবে চলতে থাকলে এই প্রতিষ্ঠানটি আগের অবস্থানে ফিরে যাবে বলেও আশা তাদের।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসাইন সমকালকে জানান, গত কয়েক মাসে এফডিসিতে তেমন কোনো শুটিংই ছিলো না। কয়েকদিন হল শুটিং শুরু হয়েছে। বলা চলে আগের অবস্থার থেকে বর্তমানের অবস্থা কিছুটা ভালো। আমাদের পাঁচটি ফ্লোরের মধ্যে চারটিতে কাজ চলছে। এছাড়া কয়েকদিনের জন্য শুটিং ফ্লোরগুলো বুকিং করাও আছে। আমার মনে হয় এভাবে চললে আমাদের এখানে সমস্যাগুলো দ্রুত কেটে যাবে।’

আরও পড়ুন

×