বেড়েছে পারিবারিক গল্পের টিভি নাটক
ছবি: সংগৃহীত
এমদাদুল হক মিল্টন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৮:০৮
বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] সোনালি যুগে পারিবারিক গল্পের নাটক প্রচার হতো বেশি। টিভি পর্দায় এসব ধারাবাহিক নাটক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ত দর্শক। ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘সংশপ্তক’, ‘আজ রবিবার’, ‘এইসব দিনরাত্রি’,‘সকাল-সন্ধ্যা’, ‘বন্ধন’ ‘রূপনগর’-এর মতো অসাধারণ কিছু কাজ ধারাবাহিকের কথা দর্শক আজও মনে রেখেছে।
পারিবারিক গল্পের কারণেই জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকগুলো। লম্বা একটা সময় ধরে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। এরপর চলা শুরু হলো প্রেমের গল্পের নাটকের। এসব নাটকে নায়ক নায়িকার বাইরে তেমন কোনো চরিত্র দেখা যেত না। এ ধরনের নাটক বেশি নির্মিত হওয়ায় অনেক গুণী অভিনয়শিল্পীরা কাজ হারাচ্ছিলেন। পাশাপাশি কমেডি নাটকেরও আধিক্য ছিল। ইদানীং পারিবারিক গল্পে ফিরছে একক ও ধারাবাহিক নাটক। এখন প্রায় চ্যানেলেই প্রচার হচ্ছে পারিবারিক গল্পের নাটক। এমনটিই জানিয়েছে নাটক সংশ্লিষ্টরা।
এনটিভিতে বর্তমানে প্রচার হচ্ছে ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন মোশাররফ করিম, এনিলা তানজুম, সাজু খাদেম, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, রিমি করিম, শহীদুল্লাহ সবুজসহ অনেকেই। নির্মাতা জানালেন, ‘পারিবারিক স্যাটায়ার গল্পের ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। নাটকে পারিবারিক গল্পটাই নানান এঙ্গেলে এতে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি দর্শক ধারাবাহিকটি দেখার সময় গল্পের মধ্যে নিজেকে ভাবতে পারছেন। গল্পটা দর্শক কানেক্ট করতে পারছেন বলেই হয়তো ৮৮ পর্ব পেরিয়ে এসেছি। আগামীতে গল্পে আরও বাঁক থাকবে।’ চ্যানেল আইতে দেখা যাচ্ছে তিনটি পারিবারিক গল্পের নাটক। এগুলো হচ্ছে– ‘দাদাজান’, ‘কারসাজি’ ও ‘ঘরকুটুম’।
আরটিভিতে প্রচার হচ্ছে সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান, কায়সার আহমেদের ‘গোলমাল’ ও সৈয়দ শাকিলের ‘বোকা পরিবার’ ধারাবাহিক।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রেরণা নিয়ে দীপ্ত টিভিতে চলছে দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’। নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। পরিবার, প্রেম, আত্মসম্মানসহ নানা বিষয় উঠে এসেছে এতে। এ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেনের মতো অভিনয়শিল্পীরা। একই চ্যানেলে প্রচার হচ্ছে পারিবারিক গল্পের আরেক নাটক ‘মাশরাফি জুনিয়র’। বাংলাভিশনে চলতি মাসে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ
। বৈশাখী টিভিতে দেখানো হচ্ছে গ্রামীণ পারিবারিক গল্পের নাটক ‘হাবুর স্কলারশিপ’। তরুণ নির্মাতা মহিন খান সম্প্রতি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের একক নাটক ‘আত্মীয়’। এ নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাসুম বাসার, নিলয়, হিমিসহ অনেকেই। অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘ইদানীং পারিবারিক গল্পের নাটক বেশি নির্মিত হচ্ছে। এটি বেশ আশা জাগানিয়া বিষয়। পর পর বেশ কয়েকটি এ ধরনের নাটকে অভিনয় করেছি। আসলে এই অস্থির সময়ে পারিবারিক বন্ধন খুব জরুরি। এ বিষয়টি নাটকে তুলে আনছেন নির্মাতারা। এ কারণে পারিবারিক গল্পের নাটকগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে।’ এ ছাড়াও সম্প্রতি ‘শেকড়ের টানে’ একটি নাটক নির্মাণ করেছেন সুজিত বিশ্বাস।
- বিষয় :
- ধারাবাহিক নাটক