ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

সিনেমা জগতে আর্থিক নিরাপত্তার বড়ই অভাব: বিবেক

সিনেমা জগতে আর্থিক নিরাপত্তার বড়ই অভাব: বিবেক

বিবেক ওবেরয়। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:২১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:২৪

‘সাথিয়া’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন বিবেক ওবেরয়। পরে ‘কোম্পানি’, ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’র মতো ছবিতে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। কিন্তু হঠাৎই বলিউড থেকে উধাও। টানা ১৪-১৫ মাস কর্মহীন ছিলেন তিনি। কাজের নিরাপত্তা নিয়ে প্রতি মুহূর্ত মানসিক আবসাদে ভুগতেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় বলেন, ২২ বছরে ৬৭টি সিনেমায় আমি কাজ করেছি। বুঝেছি, এই জগতে আর্থিক নিরাপত্তার বড়ই অভাব রয়েছে। হয়তো আপনি একের পর এক ভাল ছবি করছেন। পুরস্কারও পাচ্ছেন। কিন্তু কিছু কারণে আপনি কাজ পাবেন না।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’। কিন্তু তারপরেও হাতে কোনও কাজ আসেনি বিবেকের। টানা ১৫ মাস প্রায় বেকার ছিলেন তিনি।

অভিনেতার কথায়, ‘শুটআউট অ্যাট লোখন্ডাওয়ালা’ সফল হওয়ার পরে পুরস্কার পেয়েছিলাম। ভেবেছিলাম বহু কাজের প্রস্তাব পাব। কিন্তু একটাও কাজ পাইনি। ছবি সফল হওয়ার পরেও ১৪-১৫ মাস বাড়িতে বসেছিলাম।

বলিউডই রোজগারের একমাত্র পথ হয়ে থাকলে সমস্যায় পড়তে হতে পারে- এমন চিন্তুা করে ২০০৯ সালে বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নেন বিবেক। নিজের মতো করে ব্যবসায় মন দেওয়াই সমীচীন বলে মনে হয়েছিল তার। তিনি জানান, অভিনয় করতেই সবচেয়ে ভাল লাগে ঠিকই কিন্তু দিনের শেষে আর্থিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, বিবেককে শেষ দেখা গিয়েছে মালয়ালাম ছবি ‘কদুভা’তে। তার আগে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন

×