ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

আসছে কর্নিয়ার ‘ভাঙাঘর’

আসছে কর্নিয়ার ‘ভাঙাঘর’

কণ্ঠশিল্পী কর্নিয়া।

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ১৫:০০

একক গানের পর এবার এলো শিল্পী কর্নিয়ার দ্বৈত গান ‘ভাঙাঘর’। এতে কর্নিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন রুবেল খন্দকার। গানের কথা লেখার পাশাপাশি সুরও করেছেন শিল্পী রুবেল খন্দকার নিজে। সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

সম্প্রতি কর্নিয়া তাঁর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘ভাঙাঘর’ আমার অন্য গানগুলো থেকে কিছুটা হলেও অন্যরকম মনে হবে। গান তৈরিতে কিছুটা নিরীক্ষাও চালিয়েছেন গীতিকবি ও সুরকার রুবেল খন্দকার। অন্যদিকে আমিও চেষ্টা করেছি গায়কীতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরার। সব মিলিয়ে এ আয়োজনে অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।’

বিভিন্ন আয়োজনে তরুণ গীতিকার, সুরকার, সংগীতায়োজকের পাশাপাশি দ্বৈত গানে সহশিল্পী হিসেবে নতুনদের বেছে নেওয়া প্রসঙ্গে কর্নিয়া বলেন, যখন যে ধরনের গান গাই না কেন, তা শ্রোতা মনে ছাপ ফেলবে কিনা, সেটিই থাকে প্রথম প্রশ্ন। তাই যখন যে কাজটি ভালো ও সময়োপযোগী মনে হয়, তখন সেটিই করি। গানের স্রষ্টা তরুণ নাকি তারকা, এটি ভেবে দেখি না। তাই তারকাদের পাশাপাশি তরুণদের সঙ্গে ধারাবাহিকভাবে গান করে যাচ্ছি। তা ছাড়া এটিও সত্যি যে, ভার্সেটাইল শিল্পী হওয়ার বাসনা নিয়ে গানের ভুবনে পা রেখেছিলাম। তাই প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরার চেষ্টা। সেই চেষ্টা থেকেই নানা ধরনের গানে যেমন কণ্ঠ দিচ্ছি, তেমনি সহশিল্পী হিসেবে বেছে নিচ্ছি সম্ভাবনাময় তরুণদের; যাদের অনেকে এরই মধ্যে শ্রোতার মনোযোগ কেড়ে নিয়েছেন। আশা করছি, রুবেল ও আমার এই দ্বৈত গানটি অনেকের ভালো লাগবে।’

আরও পড়ুন

×