ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

রেড সি’র গালা ইভেন্টে নারী শিল্পীদের জয়যাত্রা

রেড সি’র গালা ইভেন্টে নারী শিল্পীদের জয়যাত্রা

ছবি: সমকাল

অনিন্দ্য মামুন, জেদ্দা থেকে

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৫:৪৮ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৩

বিশ্ব চলচ্চিত্রে নারীদের অবদান অসামান্য। কিন্তু পুরুষ শাসিত সমাজের কারণে নারীদের অবদান অনেকাংশেই ঢাকা পড়ে। বিশ্ব সিনেমায় নারীদের অবদান সামনে আনতে দারুণ উদ্যোগ নিয়ে কাজ করছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (আরএসআইএফএফ)।

শুধু নারীদের সম্মান জানানোর জন্যই নয় বরং চলচ্চিত্রে নারীদের শক্তিশালী কণ্ঠস্বর আরও ত্বরান্বিত করতে ‘উইমেন ইন সিনেমা’ গালা ইভেন্টের আয়োজন করেন তারা। নারীদের চলচ্চিত্র শিল্পে শক্তিশালী ও অনুপ্রেরণামূলক ভূমিকা তুলে ধরতে ইভেন্টটি ছিল এক আদর্শ উদযাপন।

বিশেষ সন্ধ্যায় জেদ্দা ইয়ট ক্লাবে জমকালো রেড কার্পেটে সজ্জিত হয়ে উপস্থিত হন খ্যাতনামা অভিনেত্রী ও পরিচালকরা। অসংখ্য আলোচিত মুখের মধ্যে ছিলেন এভা লংগোরিয়া, মিশেল ইয়ো, ইমিলি ব্লান্টসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।

এভা লংগোরিয়া এলি সাবের ‘ফল ২০২৪’ কুটুর কালেকশনের একটি অত্যাশ্চর্য গাউন পরেছিলেন যা তার স্টাইলিস্ট মেভ রেইলির সহায়তায় সাজানো হয়েছিল। গাউনটির ডিজাইন ছিল একেবারেই আলাদা যেখানে বডিসের অংশটি কালো রত্নে সজ্জিত ছিল এবং এটি ধীরে ধীরে বেগুনি রঙে রূপান্তরিত হয়ে গিয়েছিল। গাউনটির নীচের দিকে হালকা বেগুনি এবং ল্যাভেন্ডারের শেডে পালক যুক্ত ছিল।

গ্রে ক্রাশড ভেলভেটের তৈরি শ্যাপারেলির একটি স্লিভলেস গাউন পরেছিলেন অস্কারজয়ী মিশেল ইয়ো। গাউনটির ডিজাইনে সিগনেচার কিহোল মটিফটি ছিল যা পুরো গাউনটিকে ক্লাসি এবং এভারেস্টিন আভা দেয়। তার সাজে ছিল একটি বড় স্টেটমেন্ট নেকলেস। মিশেল ইয়ো তার এই গাউনটি পরিধান করে দেখালেন কীভাবে সাধারণ পোশাকও উচ্চ ফ্যাশনের চূড়ায় পৌঁছাতে পারে।

সিনথিয়া এরিভো তার ‘উইকড’ চরিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সবুজ রঙের গাউন পরেছিলেন। গাউনটি ছিল বিভিন্ন রঙের প্যাটার্নের মিশ্রণে তৈরি, যেখানে লাল, বেগুনি, এবং সাদা রঙের ফুলের নকশা ছিল। গাউনটি ছিল অত্যন্ত বিস্তারিত এবং শৈল্পিকভাবে ডিজাইন করা।

গালা ইভেন্টটি রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান জোমানা আল-রশিদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সাত নারী পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করেন তিনি। তারা হলেন- ডেনিস ফার্নান্দেস (হানামি), কুর্ডউইন আয়ুব (মুন), মারাম তাইবাহ (মালিকা), রিমা কাটগি (সুপারবয়স অফ মালাগাওন), রোয়া সাদাত (সিমার গান), তাকগ্রিদ আবৌলহাসান (স্নো হোয়াইট), এবং শিয়াওশুয়ান ঝিয়াং (টু কিল আ মঙ্গোলিয়ান হর্স)। 

রেড সি ফিল্ম ফাউন্ডেশন একটি বিশেষ দৃষ্টি নিয়ে কাজ করছে যাতে নারীদের চলচ্চিত্র শিল্পে আরও শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা যায়। তাদের উদ্দেশ্য হল- এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে নারীদের নিয়ে নতুন দিগন্ত উন্মোচন করা, নারীদের সৃজনশীলতা, উদ্যোগ এবং নেতৃত্বের দিকে আরও সহায়ক ভূমিকা গ্রহণ করা।

এছাড়াও এ ইভেন্টে বিশ্বের চলচ্চিত্র পরিসরে নারীদের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি রেড সি ফিল্ম ফাউন্ডেশনের জন্য একটি বিরাট অর্জন যা নারীদের অনুপ্রাণিত করে চলমান চলচ্চিত্র বিপ্লবের অংশ হতে প্রেরণা দেয়।

আরও পড়ুন

×