যুক্তরাষ্ট্রে নতুন পরিচয়ে জায়েদ খান
জায়েদ খান। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৫ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৭
যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’র খবর কমবেশি সবারই জানা। বিশেষ করে জনপ্রিয় সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জার্মান থেকে উড়ে গিয়ে নিউ ইয়র্কের ঠিকানায় যুক্ত হয়ে সেই জানার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে জনমনে। এবার সেই ঠিকানায় যোগ দিলেন চিত্রনায়ক জায়েদ খান।
প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। নিউ ইয়র্ক থেকে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান।
তিনি জানান, ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।
জায়েদ খান বলেন, ‘প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব আনন্দিত। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।’
চলতি বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান। জুলাই বিপ্লবের তিনি আর দেশে ফেরেননি। তবে সহসাই তিনি দেশে ফিরছেন না বলে জানা গেছে।