ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

‘পুষ্পা-২’র প্রিমিয়ারে নারী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন

‘পুষ্পা-২’র প্রিমিয়ারে নারী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন

কোলাজ: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪৬

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতীর মৃত্যুর ঘটনায় সন্ধ্যা থিয়েটারের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা এল রমেশ কুমার।

গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন, সিনিয়র ম্যানেজার নাগারাজু ও ম্যানেজার বিজয় চন্দ্র।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল ‘পুষ্পা-২’ প্রিমিয়ার শো। প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করতে শুরু করে। সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন ৩৯ বছর বয়সী রেবতী ও তার ছেলে শ্রী তেজ। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পরে থিয়েটারের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের আদালতে পেশ করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা এল রমেশ কুমার জানিয়েছেন, থিয়েটার কর্তৃপক্ষের অবহেলায় সেদিন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দর্শকদের সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়। ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে নিহত রেবতীর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। এছাড়া রেবতীর ছেলের চিকিৎসার সমস্ত খরচও বহন করার আশ্বাস দিয়েছেন এই নায়ক। সূত্র: এই সময় অনলাইন।

আরও পড়ুন

×