ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

প্রীতমের সঙ্গে তিশা, আছেন সেই পারসাও

প্রীতমের সঙ্গে তিশা, আছেন সেই পারসাও

প্রীতম হাসান ও তানজিন তিশা। চরকির সৌজন্যে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫০

ভালোবাসা আর মায়ায় জড়ানো গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম। এর মাধ্যমে প্রথমবার জুটি হতে যাচ্ছেন সংগীতের প্রীতম হাসান ও নাটকের তানজিন তিশা। চমক এখানেই শেষ নয়। জুলাই–আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া সেই পারসা মাহজাবীনও আছেন ‘ঘুমপরীর’ ওয়েব ফিল্মে।

‘ঘুমপরীর’ নির্মাণ করবেন তরুণ পরিচালক জাহিদ প্রীতম। ১০ ডিসেম্বর বিকেলে চরকির অফিসে হয় ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীর ও নির্মাতা জাহিদ প্রীতম।

তানজিন তিশা বলেন, গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।

ওয়েব ফিল্মটির অভিনেতা ও পরিচালক-দুজনের নামই প্রীতম। অভিনেতা প্রীতম হাসান জানান, তাদের নাম এক হলেও বানানে পার্থক্য আছে।

প্রীতম হাসানের কথায়, ‘খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ‘ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে।’

যাদের এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বিসত তিনি।

আরও পড়ুন

×