ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

এবার ‘স্ত্রী-২’ অভিনেতাকে অপহরণ করে কোটি টাকা দাবি

এবার ‘স্ত্রী-২’ অভিনেতাকে অপহরণ করে কোটি টাকা দাবি

মুস্তাক খান। ছবি: জি ‍নিউজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৩৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪১

কয়েকদিন আগেই অপহরণ হয় জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পালকে। নিখোঁজ থাকার পর ফিরে আসেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অভিনেতার অপহরণের খবর এল। ‘স্ত্রী ২’, ‘ওয়েলকাম’ খ্যাত অভিনেতা মুস্তাক খানকেও অনুষ্ঠানের কথা বলে অপহরণ করা হয়।

অভিনেতা মুস্তাকের ব্যবসায়ী পার্টনার শিবম যাদব ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দিল্লি-মিরুট হাইওয়ে থেকে অপহৃত হয়েছেন মুস্তাক খান। সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাক খানকেও অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা।

তিনি আরও বলেন, একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় মুস্তাক খানকে। সেই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় অগ্রিম টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িই মুস্তাক খানকে গন্তব্যে পৌঁছে দেবে।

শিবম যাদবের ভাষ্য, প্রায় ১২ ঘণ্টা টাকার জন্য রীতিমতো অত্যাচার করা হয় মুস্তাক খানকে। এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। শেষ পর্যন্ত অভিনেতার থেকে দু’লাখের বেশি টাকা মুক্তিপণ হিসেবে নেয়।

মুস্তাক খানের ব্যবসায়ী পার্টনার শিবাম জানিয়েছেন, এই ঘটনায় অভিনেতার পরিবার আতঙ্কিত।

পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। তাই অভিনেতা ও তাঁর পরিবার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী। পুলিশ ঘটনার তদন্ত করছে। সূত্র- ইন্ডিয়া ডটকম।

আরও পড়ুন

×