ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’

এটা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে নিক্ষেপ করা বুলেট

এটা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে নিক্ষেপ করা বুলেট

ডালিয়া নওশীন

ডালিয়া নওশীন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৮:০৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৮:১০

সুর কীভাবে একজন মানুষকে অন্য মানুষে রূপান্তরিত করে ফেলে, তার কিছু উদাহরণ রেখে গেছেন সমর দাস। তাই কিংবদন্তি এই সুরস্রষ্টা গানে কণ্ঠ দিতে গিয়ে আমাদের রক্তে বারুদ মিশিয়ে গিয়েছিলেন। যখন তাঁর সুরের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি গাইতে গিয়ে এমনই মনে হয়েছিল।

এ শুধু গান নয়; ছিল পাকিস্তানি বাহিনীর যত অন্যায়-অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে নিক্ষেপ করা বুলেট। একই সঙ্গে স্বাধীন বাংলাদেশ গড়তে মুক্তির আকাঙ্ক্ষা। অবাক হয়েছিলাম, গোবিন্দ হালদারের লেখা এই গানের কথা পড়ে। মনে হয়েছিল, যুদ্ধের ময়দান থেকে এসে তিনি এই গীতিকথা লিখেছেন। সমরদা ছিলেন অর্কেস্ট্রা মাস্টার। প্রায় দেড়শ মিউজিশিয়ান নিয়ে তিনি সংগীত পরিচালনা করতেন। কিন্তু এই গানটি অল্প কয়েকজন মিউজিশিয়ান নিয়ে তৈরি করেছিলেন।

যোদ্ধা মনোভাব নিয়ে কাজ করেছেন বলেই হয়তো অল্প সময়ে, এমন একটি গান তাঁর পক্ষে তৈরি করা সম্ভব হয়েছিল। একাত্তরের মাঝামাঝি যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বালিগঞ্জে নতুন করে কার্যক্রম শুরু করে, তখন গানটি রেকর্ড করা হয়েছিল।

দেশ স্বাধীনের পর বিটিভিতে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি আরও একবার ৪০ জন শিল্পীর কণ্ঠে গানটি রেকর্ড করা হয়েছিল। কিছুদিন আগে নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে এ গানটি আরও একবার গেয়েছি। গাইতে গিয়ে দেখেছি, তরুণ প্রজন্ম এই অনবদ্য সৃষ্টি আর এর সুরস্রষ্টাদের প্রতি কতটা শ্রদ্ধাশীল! আসলে এটাই হওয়ার কথা, কারণ এই গানের আবেদন কখনও ফুরিয়ে যাওয়ার নয়।

আরও পড়ুন

×