আল্লু অর্জুনকে দেখতে গিয়ে মৃত্যু, কত টাকা পেল রেবতীর পরিবার

আল্লু অর্জুন। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২১:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২১:০৯
একদিকে ‘পুষ্পা-২’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলছে। অন্যদিকে হায়দরাবাদে প্রিমিয়ারে এক নারী মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিপদ বেড়েই চলেছে। নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের প্রশ্নের মুখে দক্ষিণী সুপারস্টার।
জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় ডাকা হয় আল্লু অর্জুনকে। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরই মাঝে খবরে এসেছে মৃত নারীর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর। তারা মৃত নারী স্বামীর হাতেই এই টাকা তুলে দেন।
সংবাদমাধ্যমে ‘পুষ্পা-২’ প্রযোজকরা জানিয়েছেন, আমরাও গভীর ভাবে মর্মাহত এই ঘটনায়। রেবতীর মৃত্যু তার পরিবারের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তার ছেলে এখনও চিকিৎসাধীন। চিকিৎসকেরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই পরিবারের পাশে সবসময় আছি।
আল্লু অর্জুনের বাড়িতে হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।’ সূত্র: আনন্দবাজার।
- বিষয় :
- আল্লু অর্জুন