সমালোচনা নিয়ে সময় নষ্ট করতে চাই না: রুনা খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২০:১৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২০:৫০
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পী নাম লিখিয়েছেন ব্যবসায়, কেউ করছেন চাকরি। তবে অভিনেত্রী রুনা খান একেবারেই আলাদা। কারণ, প্রায় ২০ বছরের ক্যারিয়ারে শুধুই থেকেছেন মডেলিং ও অভিনয় নিয়ে। অন্য কোনোদিকে মনোযোগী হননি, আর হতেও চান না। সেকথাই জানালেন অনায়াসে।
শনিবার সন্ধ্যায় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে উপস্থিত ছিলেন রুনা খান। এসময় তিনি বলেন, “সিসিমপুর দিয়ে আমি অভিনয় জীবন শুরু করেছি। প্রায় ২০ বছর হতে চলল। দীর্ঘ এই সময়টাতে আমি অন্য কোনো দিকে মনোযোগ দেইনি। শুধু অভিনয় ও মডেলিং নিয়ে থেকেছি। এই ২০ বছরে আমার কাছে কাজের অনেক প্রস্তাব এসেছে। যে কাজগুলোতে আগ্রহ প্রকাশ করেছি সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছি। যতদিন বেঁচে আছি ততদিন অভিনয়শিল্পী ও মডেল হিসেবেই কাজ করে যেতে চাই। এর বাইরে আর কিছুই করতে চাই না।”
সব সময় নিজেকে আলাদাভাবে করে উপস্থাপন করেন রুনা। গেল কয়েক বছরে নিজেকে বদলে তার প্রমাণও করেছেন। বিশেষ করে ওজন কমানোর পর অভিনয়ের সঙ্গে মডেলিংয়ে কাজের বেশি আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
রুনা খানের কথায়, ‘মার্তৃত্বকালীন আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। ওজন কমানোর পর দেশের অনেক ডিজাইনাররা তাদের মডেল হিসেবে আমার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমিও তাদের সঙ্গে কাজ করছি। প্রতিটি কাজ দর্শক সাদরে গ্রহণ করেছে।’
ফটোশুটের কারণে মাঝে মধ্যেই সমালোচনায় মুখে পড়তে হয় রুনা খানকে। তবে এই বিষয়টিকে কাজের একটি অংশ হিসেবে মনে করেন রুনা।
তার ভাষ্য, ‘শুরু থেকেই অভিনয় ও মডেলিং আমার পেশা। সেই জায়গাতেই আমি আছি। যার যেটা ভালো লাগবে তিনি সেটার প্রশংসা করবেন। যার খারাপ লাগবে তিনি সমালোচনা করবেন। এটাই স্বাভাবিক। এটাই নিয়ম। আমার কাছে গুরুত্বপূর্ণ হল, আমি আমার কাজটা ঠিকমত করতে পারছি কিনা। সমাদৃত, প্রশংসা ও সমালোচনার বিষয়টা দর্শকের ওপর। সেটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। যেটা আমার হাতে, আমি সেটাতেই মন দিতে চাই।’