ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নির্দিষ্ট কারও সঙ্গে জুটি না হওয়ার কারণ জানালেন ফারিণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৪:৫৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫:০০

বছরের শুরু থেকেই প্রশংসায় ভাসছিলেন তাসনিয়া ফারিণ। নাটক, সিনেমা, ওটিটি-সব মাধ্যমেই বছরজুড়ে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। বছরে একেবারে শেষে সময় এসে কাজ কিছুটা কমিয়ে পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

শনিবার রাতে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর পুরস্কার আসরে নিজের কাজ, নতুন বছরের নিজের পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

ফারিণ বলেন, ‘চলতি বছর অনেক কাজ করেছি। তাই বছরের শেষে আপাতত কোনো কাজ হাতে নেইনি। নিজের মতো একটু কাটাতে চেয়েছি। দেশের বাইরে থেকে কাজিনরা এসেছে তাই পরিবারকে বেশি সময় দিচ্ছি। নতুন বছরের শুরু থেকেই কাজে নেমে যাব।’

নতুন বছরে নিজের পরিকল্পনা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি ওভাবে আলাদা করে নিউ ইয়ার উদযাপন করি না। কিন্তু আমার কিছু পরিকল্পনা থাকে। একটা বছর শেষ হলে নিজেকে মূল্যায়ন করি। কাজটাকে বেশি ফোকাস করি। বছরের শুরুর দিকে গান এবং ভালোবাসা দিবসের কাজ এবং সিনেমা নিয়ে আপাতত পরিকল্পনা। চেষ্টা করছি ভালো কিছু করার।’

এবছর অভিনয়ের পাশাপাশি গানেও সফলতা পেয়েছেন ফারিণ। তাই অভিনয়ের সঙ্গে গানটাও চালিয়ে যেতে চান তিনি। নতুন বছরে গান নিয়েও নতুন খবর দিলেন তিনি। তার কথায়, ‘বছরের শেষে এসে একটা নতুন খবর দিতে চাই। আসছে বছর আমার একটি গান আসছে। সেটা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। আপাতত সেটারই পরিকল্পনা করছি। তবে এটা তাহসান ভাইয়ের সঙ্গে নয়। এই বিষয়েও চমক আছে।’

সিনেমা নিয়ে চিন্তা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘দেশের ভালো ভালো সিনেমা হচ্ছে। আমার কাছে ও রকম ভালো সিনেমা এলে অবশ্যই করতে চাই। সামনের বছর আমার একটি নতুন সিনেমার পরিকল্পনাও হচ্ছে। তবে এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত কোনো কথা বলতে চাই না।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন ফারিণ। কিন্তু কারও সঙ্গে সেভাবে জুটি হয়নি তার। কারণ এই জুটি প্রথাতে বিশ্বাসী নন তিনি। ভালো কাজ করলেন জুটির প্রয়োজন হয় না বলেও মনে করেন এই অভিনেত্রী।

ফারিণের ভাষ্য, ‘আমার নির্দিষ্ট কারও সঙ্গে জুটি হয়নি। ছোট-বড় সবার সঙ্গেই কাজ হয়। নতুনদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। নতুনদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। নতুন বছর নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’

 

আরও পড়ুন

×