‘বাঘা যতীন’ নির্মাতা অরুণ রায় মারা গেছেন
অরুণ রায়। ছবি: আনন্দবাজার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৪:১৭
এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন টালিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরুণ রায়। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে ‘বাঘা যতীন’ পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। ক্রমশই পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে থামল লড়াই।
গেল বছর দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তার জন্য ছবির কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তাঁর। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই ‘বাঘা যতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও।
প্রথম ‘হীরালাল’ সিনেমায় নিজের জাত চিনিয়েছিলেন পরিচালক। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ। তার সঙ্গে আবার ‘বিনয় বাদল দীনেশ’ ছবিটিও করেন অরুণ।
‘হীরালাল’, ‘বাঘা যতীন’ ছাড়াও ‘এগারো’, ‘৮/১২ বিনয়-বাদল-দীনেশ’ ছবি নির্মাণ করে প্রশংসা কুড়িয়ে ছিলেন অরুণ রায়। সূত্র: আনন্দবাজার অনলাইন।
- বিষয় :
- টালিউড