ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

২০২৫ নিয়ে ভাবনা

বছরটি হবে আরও কাজের, আরও এগিয়ে যাওয়ার

বছরটি হবে আরও কাজের, আরও এগিয়ে যাওয়ার

কোলাজ: সমকাল

অনিন্দ্য মামুন 

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:৪৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:৫৬

২০২৪ শেষ। দেয়ালে উঠেছে নতুন বছরের ক্যালেন্ডার। নতুন বছরের শুরুতেই নানা ধরনের পরিকল্পনা করা হয়। অনেকেই জীবনে বদল আনার জন্য অপেক্ষা করেন নতুন বছরের। শোবিজ তারকারাও বসে নেই। তারা নতুন বছরের হিসাব-নিকাশ ও পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এই পরিকল্পনার পুরোটাই অবশ্য কাজকে ঘিরে। নতুন বছরে ঢাকাই শোবিজের চার শীর্ষ তারকা শাকিব খান, জয়া আহসান, অপূর্ব ও মেহজাবীন কী কী পরিকল্পনা আঁটছেন, তা নিয়ে এ আয়োজন।

শাকিব খান
ঢাকাই ছবির এ সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। বিগত বছরে দেশি-বিদেশি ছবি মিলিয়ে ৫৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শাকিব খানের ছবি ছিল তিনটি। এগুলো হলো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে ‘রাজকুমার’, টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে ‘তুফান’ ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে ‘দরদ’। তিনটি ছবিই বছরজুড়ে আলোচনায় রেখেছে শাকিবকে। বলতে গেলে গেল বছর সাফল্যে শাকিব খানের ধারের কাছেও ছিল না কেউ। নতুন বছরের সেই সাফল্যের ধারাবাহিকতা অটুট নয়, দ্বিগুণ করার প্রত্যাশা এ নায়কের। শাকিব খান বললেন, ‘কাজের মধ্য দিয়েই ২০২৪ সাল পার করেছি। আশা করছি, ২০২৫ সালটাও কাজের মাধ্যমেই কাটবে। গেল বছর যত ভালো কাজ উপহার দিয়েছি, এ বছর তার চেয়ে দ্বিগুণ ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।’
শাকিব খান মনে করেন, টাকা নয়, ভালো কাজই মানুষকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখে। তাই যত বেশি ভালো কাজ করা যায়, তত বেশি মানুষের ভালোবাসায় বেঁচে থাকা যায়। নায়কের ভাষ্য, ভালো কাজের কোনো বিকল্প নেই। ক্যারিয়ারের শুরু থেকেই এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন তো সেই ভালোবাসা পাহাড়সম হয়েছে। এ ভালোবাসাই আমার চলার শক্তি। ভালো ভালো কাজ করার প্রেরণা।
কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক বাজারে প্রসার লাভ করেছে। দেশের মতো বাইরেও দেশের সিনেমা ব্যবসা করছে। নতুন বছরে আন্তর্জাতিক বাজারে নিজেদের সিনেমার আরও প্রসারে কাজ করবেন বলেও জানালেন শাকিব। এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নায়ক বলেন, সবাই জানেন হলিউড-বলিউডের মতো বাংলাদেশের সিনেমাও বিশ্ববাজারে ছুটে বেড়াচ্ছে এবং ব্যবসা এনে দিচ্ছে। এখনই আমাদের সময় সবাই মিলে সিনেমা এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিশ্বদরবারে আমাদের বাংলা সিনেমার প্রসার আরও বাড়ানোর। 
নতুন বছরে রোজার ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পাবে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ছবিটির শুটিং প্রায় শেষ। পরের ঈদুল আজহাতে মুক্তি পাবে ‘তাণ্ডব’ নামে সিনেমা। এটি পরিচালনা করবেন রায়হান রাফী। এই দুই ছবির বাইরে আপাতত নতুন কোনো সিনেমার খবর দিতে চাইছেন না শাকিব খান। তবে জানিয়েছেন, ২০২৫ সালেই ২০২৬-এর পরিকল্পনা হাতে নিয়েছেন। সে বছরের জন্যও দুটি ছবির কথা হয়ে আছে। এর বাইরে বিপিএলে নিজের দল ঢাকা ক্যাপিটাল ও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

জয়া আহসান
২০২৪ সালটি ভালো-মন্দ মিলিয়ে পার করেছেন জয়া আহসান। বছর শেষে তাঁর অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে। গত বছরের প্রথম দিকে জয়া অভিনীত আরেকটি সিনেমা ‘পেয়ারার সুবাস’ মুক্তি পায়। এ ছাড়া কলকাতার ছবি নিয়েও ছিল তাঁর ব্যস্ততা। কাজের ব্যস্ততার বাইরে বছরজুড়ে বাহারি সাজপোশাক আর ফটোশুট দিয়ে চর্চায় ছিলেন এ অভিনেত্রী। জয়ার ভাষ্য, ২০২৪-এ অভিনয় করেছি ভালো-মন্দ মিলিয়ে। বছরটি বাংলাদেশের সবাই যেমন ছিল, তেমনই ছিলাম। তাই সব মিলিয়ে ২০২৪ খারাপ কাটেনি। এ সময়ে সিনেমা নিয়ে বেশ কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছিল। এ তো গেল পুরোনো বছরের হিসাব। নতুন বছরে কী পরিকল্পনা থাকছে জয়ার? অভিনেত্রী বললেন, ‘২০২৫ সালে সবাই ঠিকমতো থাকুক, সবার মঙ্গল হোক। ভালো ভালো কাজ হোক। নতুন বছর নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা নেই। যতটুকু পরিকল্পনা আমার কাজ ঘিরেই। নিজের জন্য আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি কখনও পরিকল্পনা করে সামনে এগিয়ে যাই না। যখন যে চ্যালেঞ্জটি সামনে আসে, সেটি মোকাবিলা করেই এগিয়ে যাই।’বিগত বছরের মতো এ বছরও কলকাতার একাধিক ছবিতে কাজ নিয়ে ব্যস্ত থাকবেন জয়া আহসান। বছরের শুরুর দিকেই মুক্তির কথা রয়েছে তাঁর অভিনীত ছবি ‘ওসিডি’। কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তাঁর চরিত্রের নাম শ্বেতা। এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা। বলা যায়, এ ছবি মুক্তির মাধ্যমেই কলকাতায় নতুন বছরের ছবি মুক্তির খাতা খুলবে জয়ার।  এ ছাড়া নতুন বছরে বাংলাদেশেও দুটি ছবির গল্প হাতে রয়েছে তাঁর। চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী।

মেহজাবীন

গেল বছর দারুণ গেছে অভিনেত্রী মেহজাবীনের জন্য। ১৫ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করা এ অভিনেত্রীর গেল বছরেই চলচ্চিত্রে অভিষেক ঘটে। বছর শেষে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে প্রেক্ষাগৃহের দর্শকের সঙ্গে তাঁর প্রথম যোগাযোগটা হয়। ছবিটি বিশ্বের কয়েকটি উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘প্রিয় মালতী’ ছবিতে মেহজাবীনের অভিনয়ে সাধারণ দর্শক যেমন তাদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন, তেমনি অগ্রজ অভিনয়শিল্পী ও পরিচালকরাও মুগ্ধ হয়েছেন। এর আগে ‘সাবা’ চলচ্চিত্র নিয়েও মেহজাবীন বুসানসহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।  এসব উৎসবে তাঁর সঙ্গে দেখা হয়েছে হলিউড-বলিউডের সুপরিচিত তারকা ও পরিচালকেরও। সব মিলিয়ে গেল বছরের শুরু থেকে মেহজাবীন ছিলেন আলোচনায়। ফলে বছরটি দারুণ স্পেশাল মনে করছেন অভিনেত্রী নিজেও। 
তাঁর ভাষ্য, ‘২০২৪-এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত স্পষ্ট মানুষ ছিলেন, যারা আমার কঠিন সময়গুলো সহজ করে দিয়েছেন। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা সহজ বানিয়েছেন যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি এবং আরও ভালোভাবে কাজটা করতে পেরেছি।’ পুরোনো বছরের হিসাব টানতে টানতেই মেহজাবীন জানিয়ে দেন নতুন বছরের পরিকল্পনা। জানান তাঁর আশাবাদের কথা। মেহজাবীন বলেন, ‘২০২৫ নিয়ে আমি খুব আশাবাদী। চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন গত বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটিতে আমরা যেন অনেকদূর যেতে পারি এবং নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে।’
নতুন বছরে মেহজাবীনের আরও একটি সিনেমা মুক্তি পাবে। সেটি ‘সাবা’। সাইনিংয়ের হিসেবে এটিই মেহজাবীনের প্রথম সিনেমা। মুক্তির হিসেবে দ্বিতীয়। মেহজাবীন জানান, এ ছবিও দারুণ হয়েছে। নতুন বছরে ছবিটি দর্শকদের জন্য উপহার হিসেবে আসবে। এ ছাড়া নতুন বছরে আরও কয়েকটি ছবির খবর আসবে বলেও জানান এ অভিনেত্রী।
অপূর্ব
গেল ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমা ‘চালচিত্র’। এ সিনেমার মাধ্যমে কলকাতায় অভিষেক ঘটল ঢাকার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। ২০২৪ তাই দারুণ কিছু দিয়েই শেষ হয়েছে তাঁর। আরও আনন্দের খবর হচ্ছে, ‘চালচিত্র’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই আসে সিক্যুয়ালের ঘোষণা। সেখানেও থাকছেন তারকা অভিনেতা ও মডেল অপূর্ব। এমনটাই জানিয়েছেন নির্মাতা। এ ছাড়া সারাবছর নাটকে রাজত্ব করে গিয়েছেন অপূর্ব। দেশের বড় বড় বাজেটের নাটকের সবকটির অভিনেতা তিনিই। নতুন বছরেও মূলত নাটকের কাজ নিয়েই তাঁর পরিকল্পনা। চমক হিসেবে থাকছে কলকাতার ছবি। 
অপূর্ব বললেন, আসলে পরিকল্পনা করে তেমন কিছু করিনি। তবে সব সময় ভালো কাজ করার চেষ্টা করি, যা নতুন বছরেও থাকবে। এ বছর আরও কিছু ভালো খবর আছে, যা এখনও বলতে পারছি না। সময় হলেই সবাই জানবে। 

আরও পড়ুন

×