ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুনা খানের ‘নীলপদ্ম’
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৯:০৫ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ | ১৬:৪১
এ মাসের দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’ বিভাগে এবার ১০টি সিনেমা জায়গা করে নিয়েছে। তার মধ্যে একটি ছবি হলো রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’।
‘নীলপদ্ম’ সিনেমাটি এই উৎসবে দুদিন প্রদর্শীত হবে। প্রথম শো হবে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় যাদুঘর মিলনায়তনে। পরের শোটি হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ।
দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।
এতে আরও আছেন রাশেদ অপু, এ কে আজাদ সেতু, সুজাত শিমুল, রোকেয়া প্রাচী, শাহেদ আলী।
- বিষয় :
- রুনা খান